কোপা ডেল রে’র ফাইনালে
সেভিয়াকে হারিয়ে শিরোপা জিতল
বার্সেলোনা। এটি মৌসুমে তাদের
দ্বিতীয় শিরোপা। ডাবল জয়ের
আনন্দের দিন বার্সার সুয়ারেজের জন্য
দুঃখের সংবাদ নিয়ে এল। এই ম্যাচে
চোট পেয়েছেন উরুগুয়ের এই তারকা।
ফলে কোপা আমেরিকায় তার খেলা
নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
রোববার ভিনসেন্ট কালদেরোন
স্টেডিয়ামে প্রথমার্ধের কোনো দলই
গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের
৫৬ মিনিটে চোট পান। হ্যামস্ট্রিং
খুড়িয়ে বের হয়ে যান তিনি। তার
পরিবর্তে মাঠে নামেন রাফিনহা।
সুয়ারেজের চোট কতটা মারাত্মক তা
এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ফলে
তিনি কোপা আমেরিকায় খেলতে
পারবেন কিনা- তা নিয়ে শঙ্কা তৈরি
হয়েছে।
২০১৪ বিশ্বকাপে ইতালির জর্জো
কিয়েলিনিকের কামড় দেয়ায় অনেক
দিন ধরে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ
ছিলেন সুয়ারেজ। নিষিদ্ধাদেশ
কাটিয়ে উরুগুয়ের হয়ে মাঠে
নেমেছিলেন। কিন্তু তা দীর্ঘায়িত
করার আগে চোট পেলেন।
কোপা ডেল রে’র ফাইনালের মূল
লড়াইয়ে কোনো দলই গোল করতে না
সেখানে জর্ডি আলবা ও নেইমারের
গোলে ২-০ ব্যবধানে জিতেছে
বার্সেলোনা। এই পোষ্ট যদি আপনার ভালো লাগে তাহলে একবার গরিবের সাইট থেকে ঘুরে আসুন। FesTalBD.CoM
2 thoughts on "চোট পাওয়ায় কোপা অনিশ্চিত সুয়ারেজের"