নিজের অভিষেক আসরে মুস্তাফিজুর

রহমান যেন পরশ পাথর। তার ছোয়ায়
সানরাইজার্স হায়দরাবাদ আকাশ ছুলো।
রোববার রোমাঞ্চকর ফাইনালে রয়্যাল
চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে
হারিয়ে প্রথমবারের মতো
আইপিএলের শিরোপা জিতেছে
মুস্তাফিজের হায়দরাবাদ।

আগে ব্যাট করতে নেমে নেমে
সাত উইকেটে ২০৮ রান করে হায়দরাবাদ।
জবাবে সাত উইকেটে ২০০ রানে থামে
বেঙ্গালুরুর ইনিংস। আট রানের রুদ্ধশ্বাস
জয়ে শিরোপা উৎসবে মাতে ওয়ার্নার- মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ।

2 thoughts on "বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন মুস্তাফিজের হায়দরাবাদ"

  1. Hridoy ahmed Contributor Post Creator says:
    ব্যাবহারে বংশের পরিচয় ।।
  2. siamj Contributor says:
    রানা ভাই ও নাছির ভাই দয়া করে আমার পোষ্ট গুলো পড়েন। যদি পোষ্ট গুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে দয়া করে টিউনার বানান।

Leave a Reply