প্রথমেই একটা কথা টিউন টি যদি ভাল লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন নাহ। আর কোনো ভুল হলে আমার ভুল টি ধরিয়ে দিবেন।
কখনো ভেবেছেন কি আপনি একটি লেখা লিখেছেন আর তা অডিও ফাইলে পরিবর্তিত হয়ে গেলো!
আর এই কাজটি অতি সহজেই করতে পারবেন শুধু একটি ওয়েব টুল ব্যবহার করে। ভযমি (vozme) নামের এই টুল ব্যবহার করে আপনি অনলাইনে আপনার যেকোনো টেক্সট বা লেখাকে অডিওতে পরিবর্তন করে শুনতে পারবেন। চাইলে আপনি এই অডিও ফাইলটি ডাউনলোডও করতে পারবেন।
যেকোনো লেখাকে অডিও ফাইলে পরিবর্তন করার পদ্ধতিঃ
প্রথমেই এই সাইটে যান
Text Convert
এর ইন্টারফেস খুবই সহজ এমনকি লগইন করারও প্রয়োজন হয় না। শুধু লেখা (ইংরেজি, স্প্যানিশ বা ইতালিয়ান) টাইপ করুন অথবা পেস্ট করুন এবং “Create MP3” বাটনে ক্লিক করুন।
১) অডিও শুনতে সবুজ প্লে বাটন টি ক্লিক করুন।
২) ফাইল ডাউনলোড করতে “Download mp3” লিঙ্কে ক্লিক করুন।
5 thoughts on "এবার আপনার লেখা এমপি ৩ এ প্রকাশ করুন মিস করবেন নাহ"