১. উত্তর রাশিয়ায় কখনও সূর্য অস্ত
যায় না। তাই আকাশে সূর্য থাকা
অবস্থায় তাদের ইফতার করতে হয়। ২৪
ঘণ্টা রোজা রাখা সম্ভব নয়। তাই
ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী তারা
মক্কার সময়ের হিসেবে রোজা
রাখেন।
২. আইল্যান্ডে রোজা রাখতে হবে
২২ ঘণ্টা ধরে! পৃথিবীর সবচেয়ে
বেশি সময় ধরে রোজা রাখতে হয়
আইল্যান্ডের মানুষদের। তবে
সেহেরি ও ইফতার করা হয়।
৩. সুইডেন ও আলাস্কাতে ২০ ঘণ্টা
ধরে রোজা রাখতে হয়। তারা নিজ
দেশের নিয়ম মেনে ২০ ঘণ্টা ধরেই
রোজা রাখে। অর্থাৎ সবচেয়ে
দীর্ঘসময় রোজা রাখার ক্রেডিট
তাদের।
৪. জার্মানির বার্লিনে এবং
লন্ডনে প্রায় ১৯ ঘণ্টা সময় ধরে
রোজা রাখতে হয়।
৫. কানাডার টরেন্টোতে, তুরকির
ইস্তানবুলে, চীনের বেইজিংয়ে
এবং নিউইয়র্ক ও শিকাগোতে প্রায়
১৭ ঘণ্টা ধরে রোজা রাখতে হয়।
৬. ইরান, মরক্কো, কায়রো ও লস
রাখতে হয়।
৭. বাংলাদেশের সাথে সাথে
করাচি, মক্কা ও মুম্বাইয়ের মানুষ ১৫
ঘণ্টা ধরে রোজা রাখবে।
5 thoughts on "আকাশে সূর্য থাকা অবস্থায় ইফতার করছেন উত্তর রাশিয়ার লোকজন ।"