এ যেন
এক অন্যরকম
চোর। একটু খুলে
না বললে অবশ্য
ভিন্ন কিছু
বুঝতে পারেন।
আসলে পেশা তার জুতা চুরি করা।
যেই সেই জুতা নয়, একেবারে
ব্রান্ডের জুতা।
এ জন্য সে বেছে নিয়েছিল মুম্বইয়ের
অভিজাত এলাকা। সেখান থেকে
ভাল ভাল ব্রান্ডের জুতা চুরি করে
তা বিক্রি করতো মুম্বইয়ের দেধ গলি
ও নাল বাজারে। এ কাজ করেই আয়
হয়েছে কয়েক লাখ রুপি।
এই চোরের নাম ইব্রাহিম শেখ।
মুম্বইয়ের মাতুঙ্গা পুলিশ তাকে আটক

করেছে। এখন থেকে তিন বছর আগে
মাতুঙ্গা
এলাকায় একটি বাড়িতে ঢুকে
জাতা চুরির বিষয় ধরা পড়ে
সিসিটিভি ক্যামেরায়। তা নিয়ে
পুলিশ এতদিন অনুসন্ধান করছিল। এরই
মধ্যে সম্প্রতি পুলিশ আটক করে
ইব্রাহিমকে।
তাকে জিজ্ঞাসাবাদে বলেছে,
তার কাজই ছিল ব্রান্ডের জুতা চুরি
করে তা বিক্রি করা। এতদিন জুতা
চুরি নিয়ে কেউ মামলা করে নি।
ফলে ইব্রাহিমের কাছে এটা ছিল
একটি লোভনীয় কাজ।
ইব্রাহিম বলেছে, অনেক বছর ধরে সে
সিনেমার টিকিট বিক্রি করতো
কালো বাজারে। তারপর চুরি করা
মোবাইল ফোন বিক্রির ব্যবসা ধরে।
এরপর তাকে এক বন্ধু বুদ্ধি দেয়, চুরি
করা জুতোর ভাল দাম পাওয়া যায়।
এমন জুতার ভাল ক্রেতাও আছে নাল
বাজারে। সেই থেকে শুরু
ইব্রাহিমের জুতা চুরি।
অভিজাত এলাকায় গিয়ে বিভিন্ন
বাসা, অফিস বা বাজার এলাকা
থেকে ব্রান্ডের জুতা চুরি করা শুরু
করে। তা বিক্রি করে বেশ ভাল
টাকা আয় হয়। কিন্তু শেষ পরিণতিতে
তাকে চার দেয়ালে বন্দি হতে হবে
তা হয়তো সে কল্পনাও করে নি।
অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে
হয়েছে তার হাজতবাস।

ফেসবুকে ফটো ভেরিফেকশনসহ যেকোন সমস্যায় আমার সাথে যোগাযোগ করুন→ Facebook.com/Wakil24

2 thoughts on "জুতা চুরি করে আয় কয়েক লাখ রুপি! শেষ পর্যন্ত কি ঘটল তার ভাগ্যে?"

  1. Krishno kumar Contributor says:
    এটা কি ভাবে সম্ভব?

Leave a Reply