আপনার পারর্সোনাল ফেসবুকের ছবি
কে দেখবে আর কে দেখবে না তা
আপনি নির্ধারণ করে দিতে পারেন।
আপনার ফেসবুক প্রোফাইলে দেওয়া
ছবিটির পূর্ণ সংস্করণ চাইলে যে
কেউই দেখতে পারে আর তা
ডাউনলোড করে বা যেকোনো বাজে
উদ্দেশ্যেও ব্যবহার করতে পারে।
সম্প্রতি প্রোফাইল ছবি সুরক্ষার
কৌশল জানিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের
বিশেষজ্ঞরা বলছেন, আপনি যতই
আঁটসাঁট তালা দিয়ে ফেসবুক সুরক্ষিত
করেন না কেন আপনি আপনার
প্রোফাইলের ছবি ও কভার ছবিটি
প্রাইভেট বা শুধু নিজের দেখার জন্য
নির্ধারণ করে দিতে পারবেন না।

ফেসবুকের এই নীতি করার কারণ যাই
হোক না কেন ধারণা করা হয়, এর আসল
কারণ হচ্ছে আপনার এই ছবি আপনাকে
চেনার জন্য বা আপনার আসল
অ্যাকাউন্ট কি না তা বুঝতে সাহায্য
করে।

রোফাইল ছবিটি পরিবর্তন করুনঃ
ফেসবুক সম্প্রতি প্রাইভেসি
পূর্বসতর্কতার টুল হিসেবে হালনাগাদ
একটি ক্রপিং টুল যুক্ত করেছে। আগে

সাইটের ক্রপিং টুলটি আপনার
প্রোফাইল ছবিটিকে আসলে ক্রপ না
করে শুধু ছবিটির ছোট সংস্করণের
তৈরি করে দেখাতো। যখন থাম্বনেইল
হিসেবে তাতে ক্লিক করা হয় তখন
পুরো ছবিটি দেখা যেত। কিন্তু এখন
ক্রপিং টুলটি আপনার ছোট ছবিটি ও
বড় ছবি দুই ভাবেই ক্রপ করে।

আপনি যদি ফেসবুকের পুরোনো টুল দিয়ে ক্রপ
করা ছবি প্রোফাইল ছবি হিসেবে
ব্যবহার করেন তবে ওই ছবিতে ক্লিক
করলে আপনার পুরো ছবিটি দেখতে
পাবে যে কেউ। এ ক্ষেত্রে সমাধান
হচ্ছে আগের ছবিটি মুছে দিয়ে আবার
নতুন করে আপলোড করা।

ছোট ছবি ব্যবহার করুনঃ আপনি যদি
আপনার উচ্চ-রেজুলেশনের ছবি পুরো
ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়া ঠেকাতে
চান, আপলোড করার আগে তা ক্রপ ও
রিসাইজ করে দিতে পারেন।

ফটোশপ
বা মাইক্রোসফট পেইন্টের মতো
ইমেজিং টুল ব্যবহার করে ছবি
বর্গাকারে ক্রপ করুন এবং এটি ১৮০ বাই
১৮০ মাপে রিসাইজ করুন। প্রোফাইল
ছবি হিসেবে এই ছোট মাপের ছবি
দিলে অনলাইন দুর্বৃত্তরা তা কাজে
লাগাতে পারবে না। আপনি যখন এই
মাপের ছবি ফেসবুকে আপলোড করবেন
তখন তা আপনার প্রোফাইল ছবির
চেয়ে কিঞ্চিৎ বড় হবে। কিন্তু এতে
ক্লিক করে অনলাইন দুর্বৃত্তদের হতাশ

হতে হবে।

ব্যক্তিগত প্রাইভেসি সেটিংস

পরিবর্তনঃ ডিফল্ট হিসেবে আপনার
আপলোড করা সব প্রোফাইল ছবি
কিন্তু পাবলিকের জন্য উন্মুক্ত।

অর্থাৎ, আপনি যদি বর্তমান
প্রোফাইল ছবিটি পরিবর্তন করেন
তাতে লাভের লাভ কিছু হবে না।
আপনার পুরোনো প্রোফাইল ছবিগুলো
দুর্বৃত্তরা হাতিয়ে নিতে পারে।

প্রোফাইলের ছবিগুলো পরিবর্তন
করতে প্রতিটি ছবিতে আলাদা
আলাদাভাবে গিয়ে এডিটে যেতে
হবে। প্রাইভেসি বাটনে ক্লিক করে
কে এই ছবি দেখতে পাবে সেটা
‘অনলি মি’ নির্ধারণ করে দিতে হবে।

.
.


অামার সাইট টা দেখে আসার অনুরোধ করলাম

One thought on "ফেসবুকের ছবি চুরি ঠেকানোর উপায়!"

  1. Rockz Sajeeb Contributor says:
    Accha,,, vai.. Amar post gulo approve kora hoy na keno??

Leave a Reply