বন্ধ হয়ে যাওয়ার আগে Hive.Im ছিল বেষ্ট টরেন্ট লিচিং সাইট। কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রী কোন কিছুই বেশীদিন থাকেনা। তো আনলিমিটেড এই টরেন্ট লিচিং সার্ভিস অধিগ্রহণ করে বন্ধ করে দেয়া হল। এরপর অনেকের ভরসা ছিল Zbigz.com .কিন্তু এটার ফাইল সাইজ লিমিট মাত্র ১ জিবি। স্পীড মাত্র ১৫০ কেবি/সে যা দিয়ে টরেন্ট নামাতে জান দুর্বিষহ হয়ে যেত। সকল ঝামেলার অবসান হচ্ছে সিডারে (https://www.seedr.cc)। এখানে আপনি ইচ্ছামত আনলিমিটেদ স্পীডে টরেন্ট নামাতে পারবেন আইডিএম দিয়ে। সাইটের রেজিস্ট্রেশন প্রণালী ও অনেক সহজ। জাস্ট ইমেইল পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন, মেইলে অ্যাক্টিভেশন লিংক যাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে ব্যবহার শুরু করুন!

বর্তমানে একটি নতুন টরেন্ট লিচিং সাইট এসেছে, নাম সিডার। সিডারের সুবিধা হলঃ

  • ২ জিবি স্টোরেজ।
  • আনলিমিটেড স্পীড।
  • আপনি চাইলে টুইটার ও পিন্টারেস্টে শেয়ার করে স্টোরেজ বাড়াতে পারবেন।
  • অনেক ফাস্ট

রেজিস্ট্রেশন করুন এখানে https://www.seedr.cc/?r=175778

জ্বী ভাই হ্যা এটা রেফারেল লিংক। সুবিধা শুধু আমি একাই পাবো না, আপনিও পাবেন, নরমালি রেজিস্ট্রেশন করলে ২ জিবি পাবেন কিন্তু এর মাধ্যমে করলে আড়াই(২.৫) জিবি পাবেন। এবং এরপর টুইটারে শেয়ার করলেই ৩ জিবি। এছাড়া আপনি আপনার রেফারেল লিংক শেয়ার করে পেতে পারেন ৪ জিবি পর্যন্ত বোনাস। ইউটিউব এ ভিডিও রিভিউ করে পেতে পারেন ১ জিবি পর্যন্ত বোনাস। তো আর দেরি কেন? চলে আসুন সিডারের দুনিয়ায়!

হ্যাপী টরেন্টিং!!!

Post From Mehdi Vai

6 thoughts on "আইডিএম দিয়ে আনলিমিটেড স্পীডে টরেন্ট ডাউনলোড করুন, সাইজ লিমিট ৩ জিবি"

  1. Fibd.gq Subscriber says:
    h…colun tahole
  2. suzon miha Contributor says:
    এটা দিয়া কি ইমু ছলবে
  3. NIKHILROY Author says:
    টরেন্ট কি এটা তো বুঝলাম না
  4. rabbirr Contributor says:
    দারুন। ধন্যবাদ।
  5. KhalidSJ Contributor says:
    Ata ki shudhu PC user der jonno..??
    Android e hobe???

Leave a Reply