একজন ভিক্ষুকের আয় যে ৫ লাখ টাকা
ছাড়িয়ে গেছে! এমন অবিশ্বাস্য ঘটনা
ঘটেছে মালয়েশিয়ায়।

দেশটির পেনাংয়ের সমাজকল্যাণ
অধিদপ্তরের এক মুখপাত্র সাইদ সিদুপ
জানান, কিছু ভিক্ষুকের দৈনিক আয় ১ হাজার
রিংগিত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৯ হাজার
টাকার বেশি। অর্থাৎ মাসিক হিসাবে যা দাঁড়ায়
প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা।

সাইদ সিদুপ জানান, ‘ভিক্ষুকদের কাছ
থেকে আমি এ তথ্য পেয়েছি।

দানকারীর চেয়েও দানগ্রহীতার আয়
বেশি। এদের কারও কারও দৈনিক আয় ১
হাজার রিংগিত বা তার বেশি।’ মালয়েশিয়ায়
ভিক্ষুক সমস্যা নিয়ে আয়োজিত এক
অনুষ্ঠানে এ তথ্য জানান এ মুখপাত্র।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য
অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির পর
রাস্তার ভিক্ষুকদের উৎখাতে সংশ্লিষ্ট
মন্ত্রণালয় ১৫০টি অভিযান চালিয়েছে।

এতে ২০১ জন ভিক্ষুককে গ্রেপ্তার
করা হয়। এর মধ্যে ১৪২ জন ছিল
স্থানীয় আর বাকিরা বিদেশি।

দেখা মিলল সত্যিকারের
হাল্কের !

6 thoughts on "[একটু অন্যরকম খবর] ভিক্ষুকের আয় ৫ লাখ টাকা!"

  1. Raj gh Author says:
    রানা ভাই দয়া করে আমার পোস্ট Review করেন
  2. Tariqul islam Contributor says:
    ওয়াও
  3. Biplop420 Contributor says:
    rana. vai a ki ato valo post kore r a sob
  4. md arnab Contributor says:
    Woww!!!??????????????????
  5. simple boy mredul Contributor says:
    আমাদের দেশের অর্ধেকই ভিক্ষুক

Leave a Reply