সামাজিক_যোগাযোগ মাধ্যমগুলোতে লাইভ ভিডিও স্ট্রিমিং বেশ জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয় এই বাজারটি ধরতে পিছিয়ে থাকতে চাইছে না * ইয়াহু *। প্রতিষ্ঠানটির মালিকানাধীন ক্ষুদে ব্লগিং মাধ্যম ট্যাম্বলারে লাইভ ভিডিও স্ট্রিমিং চালুর পরিকল্পনা চলছে। 😀

★ ট্যাম্বলারের ওয়েবসাইটে প্রকাশিত এক
বার্তায় বলা হয়েছে, ট্যাম্বলারে লাইভ
ভিডিও স্ট্রিমিংসহ বেশকিছু নতুন ফিচার যুক্ত
হচ্ছে। এগুলো কাজে লাগিয়ে ব্যবহারকারীরা এই ব্লগিং সাইটটিতে ভিজ্যুয়ালি লাইভে থাকতে পারবেন।

★বাজারে জোর গুজব রটেছে, ট্যাম্বলারের লাইভ ভিডিও প্রতিদ্বন্দ্বিতা করবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সঙ্গে। বিষয়টি অস্বীকার না করলেও পুরোপুরি পরিষ্কার করেনি ইয়াহু কর্তৃপক্ষ।

★ কয়েক মাসের মধ্যে এই সেবাটি চালু
করবে ট্যাম্বলার। এ ধরনের সেবা ফেইসবুকের পাশাপাশি_ শীর্ষ –স্থানীয় ক্ষুদে ব্লগিং মাধ্যম টুইটারেরও রয়েছে। ২০১৫ সালে লাইভ ভিডিও স্ট্রিমিং সেবা পেরিস্কোপ কেনার মধ্যদিয়ে
সেবাটিতে যুক্ত হয় টুইটার। এছাড়াও গুগলের ইউটিউব ও অ্যামাজনের টুইচ একই ধরনের সেবা দিয়ে আসছে।

সব সময় নতুন কিছু পেতে আমার সাইট ~ TipsWapBD.CoM

2 thoughts on "এবার লাইভ Video এর দিকে নজর দিচ্ছে Yahoo !"

  1. NIKHILROY Author says:
    রানা ভাই টিউনার হতে চাই
  2. Momen Contributor Post Creator says:
    😀

Leave a Reply