সবসময়ই টিপস ট্রিক্স পোষ্ট করি। এবার একটু আমাদের প্রিয় খেলা ক্রিকেট এর একটা গুরুত্বপূর্ণ পোষ্ট করছি।

টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা ১০
ব্যাটসম্যানদের তালিকা প্রকাশ করা
হয়েছে। আইসিসির টি-টোয়েন্টি
ব্যাটনসম্যানদের তালিকা প্রকাশ করা
হয়েছে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের মধ্যে
সেরা সাকিব আল হাসান ও সাব্বির রহমান। টি-
টোয়েন্টির সেরা ১০ ব্যাটসম্যানের
তালিকায় আফগানিস্তানের খোলোয়াড়
থাকলেও নেই পাকিস্তানের কোনো
ক্রিকেটার।

এমনকি বাংলাদেশেরও কোনো
ক্রিকেটার নেই এই তালিকায়।
টি-টুয়েন্টিতে সেরা ১০ জন ব্যাটসম্যান

ভিরাট কোহলী (ভারত)

অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)

মার্টিন গাপটিল (নিউ জিল্যান্ড)

জো রুট (ইংল্যান্ড)

ফাফ ডু প্লেসিস (দক্ষিন আফ্রিকা)

কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড)

আলেক্স হেলস (ইংল্যান্ড)

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান)

শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)

সাব্বির রহমান নেই সেরা দশে। টি-
টোয়েন্টিতে বাংলাদেশের মধ্যে
সবার উপরে রয়েছেন তিনি। ব্যাটিংয়ে
তার অবস্থান ১৫। টি-টোয়েন্টিতে

বাংলাদেশের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান
সাকিব।

সাকিব রয়েছেন ২৮ নম্বরে। এছাড়া
ব্যাটিংয়ে তামিম ইকবাল (৩৫), মাহমুদুল্লাহ
রিয়াদ (৬০), মুশফিকুর রহিম (৭২) এবং সৌম্য
সরকার (৯৫)।

আরো পরুনঃ এলিয়েন কি সত্যিই পৃথিবীতে আসে? দেখুন এলিয়েন আগমনের কিছু বিতর্কিত প্রমাণ…

5 thoughts on "বিশ্বের সেরা ১০ ব্যাটসম্যানের তালিকা, বাংলাদেশের সেরা সাকিব- সাব্বির"

  1. Asif Mahmood Contributor says:
    Poste er Title Ki ? are Apne Likhlen Ki ?
  2. Gazi Subscriber says:
    facebook কে Mutual friend কি ভাবে লুকিয়ে
    রাখব প্লিজ হেল্প কর
  3. rafi121 Contributor says:
    চালিয়ে যান
  4. anik khan Contributor says:
    সালার বেটা সবাইরে কি তোর বাপ পাইছোস,,, টাইটেল দিছস এক আর পোস্ট অন্য,,। ভাই কস্ট করে পোস্ট লিখে যদি গালি শুনেন তাইলে আপনার ও ভালো লাগে না আর যে গালি দেয় তার ও ভালো লাগে না। আপনার পোস্ট আর টাইটেল দুইটা ভিন্ন তাই আপনি প্রতারক হয়ে গেলেন। আর প্রতারককে মানুষ পছন্দ করে না আল্লাহ্ ও পছন্দ করে না। দুঃখিত গালি দেওয়া জন্য।
  5. utso Contributor says:
    আর বেয়াদপি ছাড়া কিছুই নাই, সব বেয়াদপ আর চোর, সূত্র উল্লেখ করবেন বুঝছেন। মানুষ কে হয়রানী করেন মিয়া।

Leave a Reply