আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?
আশা করি টিরিকবিডির সাথে ভালই আছেন।
এ কটি জাতীয় পরিচয়পত্রের
(এনআইডি) বায়োমেট্রিক
পদ্ধতিতে মোট কয়টি সিম
নিবন্ধিত হয়েছে, সেটি
আগামী ৭ জুলাই থেকে
জানতে পারবেন গ্রাহকরা। মুঠোফোন
অপারেটররা
ক্ষুদে বার্তার মাধ্যমে
গ্রাহকদের তা জানিয়ে
দেবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক
সংবাদ সম্মেলনে এ তথ্য
জানিয়েছেন ডাক ও
টেলিযোগাযোগ
প্রতিমন্ত্রী তারানা
হালিম। বায়োমেট্রিক পদ্ধতিতে

নিবন্ধিত সিম জালিয়াতির
বিষয়ে গত কয়েক দিনের
ঘটনার পরিপ্রেক্ষিতে ডাক
ও টেলিযোগাযোগ বিভাগ
এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, ”একটি
এনআইডির বিপরীতে কতটি
সিম নিবন্ধিত হয়েছে,
সেটি ৭ জুলাই থেকে
প্রত্যেক অপারেটর খুদে
বার্তা পাঠিয়ে গ্রাহকদের জানাবে। এরপর
নিবন্ধিত
সিমের সংখ্যা নিয়ে যদি
গ্রাহকের মনে কোনো
সন্দেহ থাকে, তাহলে তিনি
তা সংশ্লিষ্ট মুঠোফোন
অপারেটরকে জানাতে পারবেন।” সংবাদ
সম্মেলনে ডাক ও
টেলিযোগাযোগসচিব
ফয়জুর রহমান চৌধুরী,
বাংলাদেশ
টেলিযোগাযোগ
নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)
চেয়ারম্যান
শাহজাহান মাহমুদসহ
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।

কোন প্রকার ভুল হলে এবং আপনাদের সাথে খারাপ আচরণ করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আল্লাহ হাফেজ ।।।।।।।

6 thoughts on "৭ জুলাই থেকে জানা যাবে কার নামে (Nid) ক’টি সিম ?"

  1. জামিল Author says:
    তোমার নাম কি সোহান
  2. Reja BD Author says:
    fack User name Keno den ?
    Nijer name dile onek Sundor lagbe
  3. জামিল Author says:
    সেই টাই তো করো বোঝাতে পারি না রাজু
  4. জামিল Author says:
    এর নাম খায়রূল
  5. Ajinkya Contributor says:
    copy form amarround
  6. Tuner Author Post Creator says:
    Ok jamil & Raju vi Real name disci….

Leave a Reply