আপনি অনলাইনে যে শব্দগুলো লিখে
সার্চ করেন, যে সাইটে প্রবেশ করেন
এবং যে বিজ্ঞাপন কিংবা ছবিতে ক্লিক করেন
তার সবই গুগল জানতে পারে। আর সার্চ
জায়ান্ট গুগল সম্প্রতি ব্যবহারকারীদের
বিষয়ে এ ধরনের যেসব তথ্য জানে তার
সবগুলোই প্রকাশ করছে নিজস্ব
পেজের মাধ্যমে। আর এ থেকে
গুগলের যেকোনো ব্যবহারকারী তার
ডিভাইসের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ ও
ব্যক্তিগত তথ্য গোপন করার সুযোগ
পাবে। এক প্রতিবেদনে বিষয়টি
জানিয়েছে ইনডিপেনডেন্ট।
সম্প্রতি গুগলের সার্চ ইঞ্জিন, জিমেইল ও
ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা নতুন এ
ব্যবস্থার নোটিশ পাওয়া শুরু হয়েছে।
তবে সব ব্যবহারকারীর হাতে এ পদ্ধতি
যাওয়ার আগে আরও কয়েক সপ্তাহ
অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে
গুগল।

কী রয়েছে গুগলের সেই পেজে?
গুগলের সেই পেজটিতে থাকছে
ব্যবহারকারীর ভিজিটকৃত সবগুলো
পেজের তথ্য। আপনি ইন্টারনেটে যে
ওয়েবসাইটগুলোতে বিচরণ করেন তার
প্রত্যেকটির তালিকাই থাকছে এতে। এ ছাড়া
সার্চ ও অন্যান্য কার্যক্রমও উঠে আসছে।
এগুলো ছাড়াও রয়েছে প্রতিদিন আপনি
ইউটিউবে ও অ্যান্ড্রয়েড অপারেটিং
সিস্টেমে যেসব সার্চ করেন তার পূর্ণাঙ্গ
তালিকা।
মূলত বিজ্ঞাপন নিয়ন্ত্রণের জন্যই এ
ব্যবস্থা বলে দাবি করেছে গুগল। নতুন এ
ব্যবস্থা পুরোপুরি চালু হলে গুগলের
ব্যবহারকারীরা তাদের সম্পর্কে যে
তথ্যগুলো গুগল সংরক্ষণ করে তা
দেখতে পারবেন। এতে যারা গুগলের
সার্চ ইঞ্জিন ও অন্যান্য সেবা ব্যবহার
করেন তারা বিভিন্ন বিজ্ঞাপন ব্লক করে
দিতে পারবেন। এতে ব্যবহারকারীর
কম্পিউটারে সে বিজ্ঞাপনটি আর আসবে
না। এ বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেক
ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে হবে
গুগলকে। গুগলের বিজ্ঞাপনগুলোকে
নিয়ন্ত্রণের জন্য ব্যবহারকারীরা ‘মাই
অ্যাকটিভিটি’ নামে একটি ফিচার ব্যবহার করতে
পারবেন। এ ফিচারে ব্যবহারকারীরা তাদের
অনলাইন অ্যাকটিভিটিজের রেকর্ড মুছতে
পারবেন। এ ছাড়া অনলাইনে কোন বিষয়টি
সার্চ করছেন কিংবা ইউটিউবে কোন ভিডিও
দেখছেন তাও গুগলের রেকর্ড থেকে
মুছে ফেলা যাবে।
গুগলের নতুন এ উদ্যোগ প্রতিষ্ঠানটির
বিজ্ঞাপন ও প্রাইভেসি নিয়ে যে
সমালোচনা রয়েছে, তা বাড়াবে নাকি
কমাবে তা নিয়ে দ্বিধান্বিত বিশ্লেষকরা।
অনেকেই মনে করছেন, এটি বাস্তবে
গুগলের গোয়েন্দাগিরিকে
ব্যবহারকারীদের সামনেই নিয়ে আসা।

টেকনোলোজি সম্পর্কিত নতুন নতুন আপডেট এবং ঈদের নতুন সকল এসএমএস পেতে ভিজিট করুন Ictwap24.Com

5 thoughts on "ব্যাবহারকারীদের তথ্য প্রকাশিত হবে এখন গুগলের নতুন সাইটে"

  1. Rashed Khan Contributor says:
    স্মাম+কপি পেস্ট
  2. Rahman bd Contributor says:
    অনেক কিছু জানতে পারলাম খুব ভাল পোস্ট
    1. Naiem Contributor Post Creator says:
      Thank you
    1. Naiem Contributor Post Creator says:
      ok

Leave a Reply