অবশেষে বাংলাদেশে বন্ধ হয়ে গেল পিস টিভি বাংলা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাল বিকাল ৪:০০ টায় বাংলাদেশে সম্প্রচার বন্ধ হয়ে গেল পিস টিভি বাংলার। কিন্তু পাশাপাশি চালু আছে সমাজ দূষনের আফিম হিসাবে খ্যাত, ষ্টার জলসা,ষ্টার প্লাস, জি বাংলা ও ভারতীয় অগ্রাসী চ্যানেল সমুহ, যে গুলোর প্রভাবে ধীরে নৈতিক অবক্ষয়ের পথে এগিয়ে যাচ্ছে, দেখা দিচ্ছে পারিবারিক ও সামাজি বানধ্যত্ব। পংকিলতার চোরাবালিতে ডুবে যাচ্ছে জাতি। খোলাফায়ে রাশেদীন ও চার মাজাবের ইমামদের ইন্তেকালের পর ইসলাম বার বার বিশ্বের নাস্তিকদের কাছে অবিশ্বাসীদের কাছে লাঞ্ছিত হয়েছে নিগৃহীত হয়েছে, অপমানিত হয়েছে। কারো হাত ধরে অবিশ্বাসী ও নাস্তিকদের প্রশ্নোত্তর বাণে ধরাশায়ী করতে পারে নি। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী ( রঃ ) এর সময় আর একবার ইসলামের পূঃনজাগরন ঘটে তখনও ইসলামের স্বর্নযুগ ছিল এখনকার মত এতটা প্রশ্নের মুখোমুখি হতে হয়নি। এই উপমহাদেশে হজরত খাজা মাঈনুূ্দ্দিন চিশতি ( রঃ ) এবং হজরত শাহজালাল ( রঃ ) ইসলামের প্রচার ও প্রসার করেছেন দীনের খেদমত করেছেন । এর পর কেটে গেছে বহু শতাব্দী একজন আলেমও আমরা পাইনি যে কিনা অবিশ্বাসীদের মোকাবেলা করতে পারে, তাদের প্রশ্নের উত্তর দিতে পারে। অতঃপর আল্লাহ পাকের ইশারায় একজন ইংরেজী শিক্ষায় শিক্ষিত চিকিৎসকের মাধ্যমে বেড়িয়ে এল অবিশ্বাসীদের সকল প্রশ্নের উত্তরের ব্যাস্হা। আমরা পেলাম একজন ডাঃ জাকির নায়েক যার কাছে শুধু ইসলাম নয় পৃথিবীর সকল ধর্মের গভীর জ্ঞানের ভান্ডারে ভরপুর, যার মিশন ছিল কোরআন ও হাদীসের আলোকে মানবতার সমাধান দেওয়া। ডাঃ জাকির নায়ের লেকচারে তথা কথিত অনেক পীর মশায়েখদের মুখোশ উন্মুচিত হয়ে যায় সাধারন মানুষের কাছে। তথা কথিত মোল্লা গোষ্ঠি যারা মিলাদ ও ফতোয়াবাজী যাদের পেশা তাদেরও আতে ঘা লাগে ডাঃ জাকির নায়েকের লেকচারে থলের বিড়াল বেড়িয়ে পড়ে, ধরা পরে যায় তাদের জ্ঞানের স্বল্পতা ও সীমাবদ্ধতা। শুরু হয় জাকির নায়েকের বিরোদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার আর অবিশ্বাসীরা তো আধা জল খেয়েই লেগেছিল। ব্যাস বন্ধ হয়ে গেল ইসলামী জ্ঞান ভান্ডার ও মানবতার সমাধান পিস টিভি বাংলা।
Share:
Asha kori amar ashob comment korar karon abong Vul bujhte parben.
Thank you
ভিজিট করুন। amardj . m l