আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন।

খুব সহজেই বাড়িয়ে নিন আপনার এন্ড্রয়েডের Ram!! ৫১২ MB-২ জিবি পর্যন্ত!! লেটেস্ট ভার্সন আপ্স দিয়ে।

কি অবাক হলেন?? অবাক হওয়ার কিছুই নেই! আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড এর Ram বাড়াতে পারবেন ! এবং খেলতে পারবেন দারুণ সব বড় বড় গেমস এবং কাজ করতে পারবেন আরোও অনেক দ্রুত গতিতে!!

কথা না বাড়িয়ে কাজে চলে আসি।

আপনার যা যা লাগবে :

১) রুটেড এন্ড্রয়েড স্মার্টফোন।

২) একটি ক্লাস ৮ মাইক্রোএসডি মেমোরি কার্ড (নুন্যতম 8MBPS হাই স্পিড হওয়া লাগবে)

৩) Ram Expander. প্রথমে এইখান থেকে Ram Expander এপ টি ডাউনলোড করে নিন!

Free Download ROEHSOFT RAM Expander (SWAP)

Or,

Download from Play store

এখন Ram Expender টা ইন্সটল করে ওপেন করুন। Super User permission চাইলে Grant / Accept করুন।

কত MB RAM বাড়াতে চান তা লিখুন। আপনার সেটে যা RAM দেয়া আছে তার সমান হলে ভাল হয় খুব বেশি হলে দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি করবেন না।

অর্থাৎ, যদি আপনার সেটের RAM 512MB হয় তাহলে আপনি 512 MB / 1GB RAM বাড়াতে পারবেন। সমান সমান করাই ভাল।

Swap File তৈরির আগে Apps টির Settings এর SDCARD Directory তে গিয়ে Swap File কোথায় তৈরি হবে তা নির্ধারন করে দিতে পারেন, না করলে Apps নিজেই Directory তৈরি করে নিবে সয়ংক্রিয় ভাবে।

ছবি দেখে কি করতে হবে বুঝতে পারবেন

Swap active লেখায় টিক দিলে Swap File Create করা শুরু হবে কিছুক্ষন অপেক্ষা করুন। কিছুক্ষণ সময় লাগবে সোয়াপ সাইজ অনুযায়ী। এই সময়ে অন্য কোন কাজ করবেন না। কাজ শেষ হলে আপনার SD Card এর স্পিড দেখাবে।

Close করে বের হয়ে যান। এখন Notify Icon ও Auto run অপশন ২ টায় টিক দেন কাজ শেষ।

তবে সেট ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে Swap RAM বন্ধ হয়ে যাবে, তাই প্রতিবার পিসি থেকে সেট ডিসকানেকট করার পর এ ঢুকে Swap active লেখায় টিক দিয়ে Swap RAM চালু করে নিতে হবে।

এপসটির নিচের দিকে গ্রাফ আকারে RAM এর Status দেখাবে। আপনার সেটের অরিজিনাল RAM কত আর কতটুকু খালি আছে। Swap RAM কত আর কতটুকু খালি আছে। সবশেষে মোট RAMকত হয়েছে আর কতটুকুই বা খালি আছে।

Class 8 / 10 Memory Card ছাড়া RAM বারানো যাবে না, বারিয়ে খুব লাভ হবে না।

সতর্কবার্তা :

১) সোয়াপ রান করা অবস্থায় কোন ভাবে মেমরি কার্ড রিমুভ করবেন না।

২) মেমরি কার্ড এ যে সোয়াপ ফাইল তৈরি হবে তা অবশ্যই ডিলিট করবেন না।

সবাইকে ধন্যবাদ।

11 thoughts on "এবার নতুন ভাবে আপনার Android এর Ram বাড়িয়ে নিন ৫১২ এমবি – ২জিবি পয়ন্ত New Verson…"

  1. Riadrox Legend Author says:
    Don’t Lost your Memorycard
    1. Shohag Ahmed Contributor says:
      thik bolsen
  2. Shanto SumoN Author says:
    if you need good mobile for the do bad?
  3. DH Sajib Contributor says:
    rana bai plz amar post ta review koren
  4. Khairul Author says:
    Vi Sd card কোন কারণে খুললে।
    পরে আবার লাগালে কি কোন সমস্যা? ??
  5. Anind0 Contributor says:
    original ram r swap ram ki kokhono soman hoy? amio ei vabe ram baraicilam.j game age khelte gele kicukkhon khelar por crash korto sei game ekhon crash kore na slow hoye jay and finally hang kore set.taile kaj er kicu ki holo?
    1. Riadrox Legend Author says:
      cache swap e kno somossa hoi na, Ami use kori, see my post
    2. Anind0 Contributor says:
      kon post ta dekte boltecen?
    3. Riadrox Legend Author says:
      link dewa somvob na, amar sobpost dekhe ber korun
  6. Shohag Ahmed Contributor says:
    ভাই আপনার ফোনকে মারার জন্য এই একটি কাজই যথেষ্ট সেই সাথে আপনার মেমোরি ও, so, Don’t try this
  7. jrs Contributor says:
    accha vai class 8/10 sd er mane ki

Leave a Reply