যে কোন কিছু খুঁজতে এখন নির্ভরযোগ্য
মাধ্যম হলো গুগল। গুগল সব জানে। তাই
জ্ঞানের আরেক নাম গুগল বললে খুব
একটা ভুল বলা হবে না। বেশিরভাগ
মানুষ গুগলের দরজা দিয়ে ইন্টারেনট
দুনিয়া প্রবেশ করেন।
বিশালতার ব্যাপ্তি। এমনকী, ৮০
শতাংশ ইন্টারেন্ট ব্যবহারকারী
গুগলকে হোমপেজ সেট করে রাখেন।
গুগল শুধু সার্চের জন্যই নয়, বিশেষ দিনে
অভিনব ভাবনায় উপহার দিয়ে থাকে
আমাদের। কখনও মজার, কখনও বুদ্ধিদীপ্ত।
তবে গুগলের এই ট্রিকসগুলো চেষ্টা
করে দেখুন। আপনার জন্য গোপনে কত
মজাই না লুকিয়ে রেখছে গুগল!

★★..০১. ফ্লিপ আ কয়েন: গুগল
সার্চ বারে ফ্লিপ আ কয়েন
(Flip A Coin) টাইপ করে ‘আই
অ্যাম ফিলিং লাকি’তে
ক্লিক করুন। দেখবেন গুগল

কয়েন নিজের থেকেই হেড
অ্যান্ড টেল দেখাচ্ছে।
.

★★..০২. রোল আ ডাইস:
গুগলের সঙ্গে লুডো খেলতে
পারেন। কী ভাবে? গুগল
সার্চ বারে রোল আ ডাইস
(Roll A Dice) লিখুন। দেখতে
পাবেন একটি ডাইস। যতবার
রোল করাবেন, আলাদা
আলাদা নম্বর পাবেন। যেমন
আমরা লুডোয় পেয়ে থাকি।
.

★★..০৩. আস্কউ: গুগল সার্চে
আস্কউ (Askew) টাইপ করলে
দেখতে পাবেন গুগল সার্চ
বার ও ফুটার একটু হেলে
গেছে।
.

★★০৪. জার্গ রাশ: গুগলের
মজার ট্রিকস। সার্চ বারে
জার্গ রাশ (Zerg Rush) লিখে
‘আই অ্যাম ফিলিং লাকি’
বাটনে ক্লিক করুন। তারপর… .

★★০৫. আটারি ব্রেকআউট:
কাজ নেই? তা হলে গুগলের
সঙ্গে মজার গেম খেলুন।
কোনও ডাউনলোডের দরকার
নেই। শুধু গুগল ইমেজ সার্চ
গিয়ে লিখুন আটারি
ব্রেকআউট(Atari Breakout)।


জিপি
ফ্রী নেট চালাতে
এখানে ক্লিক
করুন

7 thoughts on "গুগলের এই গোপন সুবিধাগুলো জানেন কি?"

  1. GM Shohagh Hasan Contributor says:
    পারেন
  2. GM Shohagh Hasan Contributor says:
    প্লিজ কিছু বলুন
  3. errorrr@3 Contributor says:
    faltu post.
  4. Tajik Ahsan Author says:
    amr post ta copy koira maira dise… faltu.. nije kisu kor
    1. Jewel Mahmud Contributor Post Creator says:
      tui koi thaka copy krsis?

Leave a Reply