জন্ম মার্ক এলিয়ট জাকারবার্গ
মে ১৪, ১৯৮৪ (বয়স ৩২)
হোয়াউট প্লাইন, নিউইয়র্ক বাসস্থান পালো আল্টো, ক্যালিফোর্নিয়া |
জাতীয়তা আমেরিকান শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (ছেড়ে দেন ২০০৪ সালে)|
পেশা
প্রধান নির্বাহী কর্মকর্তা, ফেইসবুক (২০১০ সালের ২৪%শেয়ার হোল্ডার) [১]|
কার্যকাল
২০০৪–বর্তমান যে জন্য পরিচিত ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিওনিয়র [২] আদি শহর ডবস ফেরি, নিউইয়র্ক মোট সম্পত্তি ৬.৯ বিলিয়ন মার্কিন ডলার (২০১০) [৩] |

মার্ক জাকারবার্গ একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম মার্ক
এলিয়ট জাকারবার্গ। যার আসল
পরিচিতি হল জনপ্রিয় সামাজিক
যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি
বর্তমানে ফেইসবুকের প্রধান
নির্বাহী কর্মকর্তা এবং
প্রেসিডেন্ট। জাকারবার্গ এবং তার

কয়েকজন সহপাঠী মিলে ২০০৪ সালে
এটিকে একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন
যখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মাত্র ২৬ বছর বয়সেই জাকারবার্গ টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বছরের সেরা ব্যক্তিত্বরূপে নির্বাচিত হয়েছেন।

প্রারম্ভিক জীবন
১৯৮৪ সালে নিউইয়র্কের হোয়াইট প্লেইন এলাকাতে মনোচিকিৎসক
ক্যারেন ও দন্তচিকিত্সক এডওয়ার্ড
জাকারবার্গের ঘরে জন্ম নেন মার্ক জাকারবার্গ। [৬][৭] জাকারবার্গের তিন বোন রয়েছে, র্যান্ডি, ডোনা এবং এরিএল। [৮] জাকারবার্গ একজন ইহুদী হিসেবে বেড়ে উঠেছিলেন। কিন্তু
বর্তমানে তিনি নিজেকে একজন নাস্তিক হিসেবেই বর্ণনা করেন। [৯] [১০][১১] আর্ডসেলি হাই স্কুলে জাকারবার্গ
গ্রিক এবং ল্যাটিন ভাষায় পারদর্শী
হয়ে ওঠেন। তিনি ফিলিপস এক্সটার
একাডেমীতে স্থানান্তরিত হন।
সেখানে তিনি বিজ্ঞান এবং
ক্লাসিক্যাল শিক্ষায় পুরস্কৃত হন। তিনি অসিক্রীড়া তারকা ছিলেন এবং
অসিক্রীড়া দলের অধিনায়ক ছিলেন। [১১][১২][১৩][১৪] কলেজে তিনি মহাকাব্যিক কবিতার লাইন থেকে
আবৃত্তি করার জন্য পরিচিত ছিলেন। [১২] ফেইসবুক প্রতিষ্ঠা ২০০৪ সালে হার্ভার্ডে পড়ার সময়
বন্ধুদের সাথে মিলে প্রতিষ্ঠা করেন
সামাজিক যোগাযোগ ওয়েবসাইট
ফেইসবুক ডট কম। সম্মাননা ২০১০ সালে ফেসবুকের অন্যতম
প্রতিষ্ঠাতা হিসেবে মার্ক

জাকারবার্গ বিশ্বের সর্বাধিক পঠিত
সাপ্তাহিকটাইম ম্যাগাজিন কর্তৃক
তাদের প্রচ্ছদে ঠাঁই করে নেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন ঐ বছর তাকে পারসন অব
দ্য ইয়ার হিসেবে মনোনীত করেছিল। [১৫] তথ্যসূত্র 1. ↑ David Kirkpatrick। The Facebook Effect।
বন্ধুরা আমি একটা man vs. Wild কুয়ালিটি Adventure শো বানিয়েছি।
তোমরা সবাই দেখো।
বাজি রেখে বলতে পারবো সবার খুব ভাল লাগবে।

please watch my this video & suscribe my chanel.

One thought on "মার্ক জাকারবার্গ সম্পরকে কিছু জানুন"

  1. Shariar Saeik Shopnil Contributor says:
    Wikipedia থেকে কপি করা।

Leave a Reply