ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ দিন দিন
তাদের সেবার পরিধি বাড়িয়েই চলেছে।
হোয়াটসঅ্যাপের দারুণ দুটি ফিচার হলো ভয়েস
মেসেজিং ও মাল্টি শেয়ারিং। এ দুটি ফিচার
ব্যবহার করার নিয়ম অনেকেই জানেন না। এ লেখায় তুলে
ধরা হলো ফিচারদুটি ব্যবহারের উপায়। এক প্রতিবেদনে
বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।



মাল্টি শেয়ারিং:



কোনো ছবি কিংবা ভিডিও একাধিক ব্যক্তির সঙ্গে
একবারে শেয়ার করার জন্য মাল্টি শেয়ারিং খুবই উপযুক্ত। এ
ফিচারটি বর্তমানে বেটা ভার্সনে রয়েছে। তবে
ব্যবহারকারীদের বেটা ভার্সনেও তেমন অসুবিধা নেই।
যেভাবে করবেন মাল্টি শেয়ারিং-
– ফটো, ভিডিও কিংবা যে কোনো ডকুমেন্ট সিলেক্ট
করুন, যা আপনি শেয়ার করতে চান।
– হোয়াটসঅ্যাপ আপনাকে ফ্রিকোয়েন্ট চ্যাটের একটি
তালিকা দেখাবে। সেখানে যদি আপনার প্রয়োজনীয়
কন্টাক্ট পেয়ে যান তাহলে ভালো। পাওয়া না গেলে
আদার কন্টাকটস অপশন থেকে অন্যদের সিলেক্ট করুন, যাদের
আপনি কনটেন্ট পাঠাতে চান।
– তালিকায় একাধিক ব্যক্তি যোগ করার জন্য শুধু আদার
কনটাক্টস সার্চ করে সিলেক্ট করলেই হবে।
– সিলেক্টেড সব কনটাক্টগুলোর সঙ্গে একটি সবুক টিক দেখা
যাবে।
– এরপর সেন্ড করলেই আপনার সেই বন্ধুরা পেয়ে যাবেন
ডকুমেন্টস।



ভয়েস মেসেজিং ও কলব্যাকঃ



আপনার কোনো বন্ধু যদি মেসেজে জবাব না দেয়
কিংবা ভয়েস কল রিসিভ না করে তাহলে তাকে ভয়েস
মেসেজিং পাঠাতে পারেন। এছাড়া রয়েছে কলব্যাক
অপশন। কেউ যদি কল রিসিভ না করে তাহলে তাকে
কলব্যাকের রিকোয়েস্ট পাঠাতে পারবেন। চ্যাট বক্সের
পাশে থাকা মাইক আইকন লং প্রেস করে এখন চাইলে আপনি
ভয়েস মেলও পাঠাতে পারেন। এজন্য যা করতে হবে-
– ভয়েস মেসেজ বাটন থেকে রেকর্ড মেসেজ সিলেক্ট করে
মেসেজটি রেকর্ড করুন।
– আপনি যাকে পাঠাতে চান তার কাছে ভয়েস
মেসেজটি চলে যাবে সরাসরি রেকর্ড হয়ে।
– কল এগেই অপশন থেকে সে ব্যক্তিকে কলব্যাক করুন।
– আপনি যদি কল না করে শুধু ভয়েস মেসেজটি পাঠাতে
চান তাহলে ক্যানসেল বাটন চাপুন।



কোট মেসেজঃ



কোনো মেসেজকে কোটেশনের ভেতরে রাখার জন্য দারুণ
ব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপে। এক্ষেত্রে কোনো অংশ
কোট করতে চাইলে-
– প্রথমে মেসেজের কিছু অংশ সিলেক্ট করুন। এটি লেখা
কিংবা মিডিয়া মেসেজ যাই হোক না কেন।
– মেসেজের ওপর চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন। এতে
সেখানে রিপ্লাই, ফরওয়ার্ড ও ডিলিট অপশন পাবেন।
সেখানে আরও পাওয়া যাবে রিপ্লাইয়ের জন্য একটি ছোট
বক্স।
– রিপ্লাইয়ের বক্সে টাইপ করুন এবং সেন্ড-এ চাপ দিন।
– রিপ্লাইতে কোটেড মেসেজটি দেখা যাবে
আলাদাভাবে।

টেক্সট ফরম্যাটিঃ



হোয়াটসঅ্যাপে টেক্সট ফরমেট করা যায়। এক্ষেত্রে
মেসেজের আগে ও পরে কয়েকটি সংকেত ব্যবহার করতে হয়।
এগুলো হলো-
– লেখা বোল্ড করতে চাইলে লেখার আগে ও পরে স্টার *
চিহ্ন ব্যবহার করুন।
– লেখা ইটালিক করতে চাইলে লেখার আগে ও পরে _
আন্ডারস্কোর ব্যবহার করুন।
– লেখা স্ট্রাইকথ্রো করতে চাইলে লেখার আগে ও পরে
টাইড ~ চিহ্ন ব্যবহার করুন।

ধন্যবাদ

〘♚♔ ফেসবুকে আমি♚♔〙

তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে

6 thoughts on "জেনে নিন ! হোয়াটসঅ্যাপে ভয়েস মেজেজিং ও মাল্টি শেয়ারিং ব্যবহারের উপায়"

  1. SOFIKUL Islam Contributor says:
    *566*13#er mb er meyad ki barano jay?please ans.
    1. Tajik Ahsan Author Post Creator says:
      no
  2. souravbasu Contributor says:
    রানা ভাই, ৭টি পোষ্ট করলাম
    একটু দেখবেন প্লিজ। ভাল
    লাগলে পাবলিশ করবেন।
    1. Masum Billah Author says:
      contect fb.com/trickbd.masum

Leave a Reply