সাধারন জ্ঞানের আজকে আমরা জানবো কে কোন বিষয় নিয়ে গবেষণা করে প্রথমে সেই বিষয়ের উপর প্রথম তত্ত্ব উপাত্ত প্রদান করে হয়েছেন সেই বিষয়ের আবিষ্কারক বা জনক। আসুন জেনে নিই কে কোন বিষয়ের জনক।

১। রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- এরিস্টটল।

২। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী।

৩। অর্থনীতির জনক কে?

উত্তরঃ- এডাম স্মিথ।

৪। আধুনিক অর্থনীতির জনক কে?

উত্তরঃ- পল স্যামুয়েলসন।

৫। সমাজ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- অগাস্ট কোঁৎ।

৬।গণতন্ত্রের জনক কে?

উত্তরঃ- জন লক।

৭। অপরাধ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- ল্যামব্রাসো।

৮। জীব বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-এরিস্টটল

৯। প্রাণী বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- এরিস্টটল

১০। রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-জাবির ইবনে হাইয়ান

১১। পদার্থ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- আইজ্যাক নিউটন

১২। হিসাব বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-লুকাপ্যাসিওলি

১৩। চিকিৎসা বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- ইবনে সিনা

১৪। দর্শন শাস্ত্রের জনক কে?

উত্তরঃ-সক্রেটিস

১৫। ইতিহাসের জনক?

উত্তরঃ-হেরোডোটাস

১৬। ভূগোলের জনক কে?

উত্তরঃ- ইরাটস থেনিস

১৭। গণিতের জনক কে?

উত্তরঃ-আর্কিমিডিস

১৮। বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- থ্যালিস

১৯। মেডিসিনের জনক কে?

উত্তরঃ- হিপোক্রেটিস

২০। জ্যামিতির জনক কে?

উত্তরঃ-ইউক্লিড

২১। বীজ গণিতের জনক কে?

উত্তরঃ-আল -খাওয়ারেজমী

২২। জীবাণু বিদ্যার জনক কে?

উত্তরঃ- লুই পাস্তুর

২৩। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?

উত্তরঃ- চার্লস ডারউইন

২৪। সনেটের জনক কে?

উত্তরঃ- পের্ত্রাক

২৫। বাংলা সনেটের জনক কে?

উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত।

২৬। সামাজিক বিবর্তনবাদের জনক কে?

উত্তরঃ- হার্বাট স্পেন্সর

২৭। বংশগতি বিদ্যার জনক কে?

উত্তরঃ-গ্রেডার জোহান মেনডেল

২৮। শ্রেণীকরণ বিদ্যার জনক কে?

উত্তরঃ- কারোলাস লিনিয়াস

২৯। শরীর বিদ্যার জনক কে?

উত্তরঃ- উইলিয়াম হার্ভে

৩০। ক্যালকুলাসের জনক কে?

উত্তরঃ- আইজ্যাক নিউটন

৩১। বাংলা গদ্যের জনক কে?

উত্তরঃ-ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

৩২। বাংলা উপন্যাসের জনক কে?

উত্তরঃ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩৩। বাংলা নাটকের জনক কে?

উত্তরঃ-দীন বন্ধু মিত্র

৩৪। ইংরেজী কবিতার জনক কে?

উত্তরঃ-জিওফ্রে চসার

৩৪। মনোবিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-উইলহেম উন্ড

৩৫। বাংলা মুক্তক ছন্দের জনক কে?

উত্তরঃ-কাজী নজরুল ইসলাম

৩৬। বাংলা চলচিত্রের জনক কে?

উত্তরঃ-হীরালাল সেন

৩৭। বাংলা গদ্য ছন্দের জনক কে?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

৩৮। আধুনিক রসায়নের জনক কে?

উত্তরঃ- জন ডাল্টন

৩৯। আধুনিক বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-রজার বেকন

৪০। মুসলিম জাতির জনক কে?

উত্তরঃ- হযরত ইব্রাহীম (আ:)

৪১। বাংলা গজলের জনক কে?

উত্তরঃ- কাজী নজরুল ইসলাম।

৪২। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ( সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক কে?

উত্তরঃ-ফ্রেডরিক উইনসল টেইলর।

৪৩।ব্যবস্থাপনার জনক কে?

উত্তরঃ- হেনরী ফেওল।

৪৪। মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে?

জর্জ এলটন ম্যায়ো।

৪৫।আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে?

উত্তরঃ-ম্যাক্স ওয়েবার।

৪৬।প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?

উত্তরঃ- হেনরী ফেওল।

৪৭। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?

উত্তরঃ–জর্জ বার্নার্ড শ

৪৮।রুশসাহিত্যের জনক কে?

উত্তরঃ–ম্যাক্সিম গোর্কি

৪৯। আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ–ল্যাভয়সিয়ে

৫০।পারমানবিক বোমার জনক কে?

উত্তরঃ–ওপেন হাইমার

৫১। তেজস্ক্রিয়তার জনক কে?

উত্তরঃ–হেনরি বেকরেল

৫২। আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ–আলবার্ট আইনস্টাইন

৫৩। গতি বিদ্যার জনক কে?

উত্তরঃ–গ্যালিলিও

৫৪।হাইড্রোজেন বোমার জনক কে?

উত্তরঃ –অ্যাডওয়ার্ড টেলর

৫৫।কম্পিউটারের জনক কে?

উত্তরঃ–চার্লস ব্যাবেজ

৫৬।ই-মেইল এর জনক কে?

উত্তরঃ–রে টমলিনসন

৫৭।লেজার এর জনক কে?

উত্তরঃ–মেইম্যান

৫৮। www বা world wide web এর জনক কে?

উত্তরঃ–টিম বার্ণাস লি

৫৯।হোমিও শাস্ত্রের জনক কে?

উত্তরঃ–ড.স্যামুয়েল হ্যানিম্যান

৬০।টেস্ট টিউব বেবির জনক কে?

উত্তরঃ–আর জে এডওয়ার্ড

৬১। অলিম্পিকের জনক কে?

উত্তরঃ–ব্যারন পিয়েরে দ্য কুবার্তে

৬২।সমাজ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ–অগাস্ট কোত্

৬৩। সমাজ কর্মের জনক কে?

উত্তরঃ–জন অ্যাডামস

৬৪।কমিউনিজমের জনক কে?

উত্তরঃ–কার্ল মার্কস

৬৫।ফ্যাসিজমের জনক কে?

উত্তরঃ–মুসোলীনি

৬৬। পরিসংখ্যানের জনক কে?

উত্তরঃ- রোনাল্ড আলমার ফিশার।

৬৭। বাংলাদেশের জনক কে?

উত্তরঃ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৬৮।ইন্টারনেটের জনক কে?

উত্তরঃ- ভিন্টন গ্রে কার্ফ।

৬৯। মাইক্রোসফটের জনক কে?

উত্তরঃ- বিল গেটস।

৭০। মোবাইল ফোনের জনক কে?

উত্তরঃ- মার্টিন কুপার।

৭১।গুগলের জনক কে?

উত্তরঃ- সার্জেই বিন।

৭২। ফেসবুকের জনক কে?

উত্তরঃ- মার্ক জুকারবার্গ

৭৩। টুইটারের জনক কে?

উত্তরঃ- জ্যাক ডোরসেই।

আপনার নিজের নামে স্বল্পমূল্য ওয়েবসাইট তৈরি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করুন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

10 thoughts on "জেনে নিন কে কোন বিষয়ের জনক !"

  1. jibon mia Contributor says:
    bro plz help me amar mobile kotoklon calanur por autometic ppower off hoya,jacce.. Restore fact*all data rest dici= but kaj hoccena ki korvo plz help koro kew abar sim koole felle off hoyna.plz help bro all.
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      আপনার ফোনকে উক্ত কোম্পানির সার্ভিস সেন্টারে নিয়ে যান। ফোনের ওয়ারেন্টি থাকলে কোন খরচ হবে না। ওয়ারেন্টি না থাকলে কিছু টাকার বিনিময়ে আপনার ফোনকে ঠিক করে নিতে পারবেন। ধন্যবাদ
  2. jibon mia Contributor says:
    onno kono upi nei becz bides teke ene cilam
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      welcome bro
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Tnx
  3. Dreams blue Contributor says:
    help,,keo amake blacktipser.cf er new post code ta din
  4. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
    Thanks
    1. Dreams blue Contributor says:
      pls code

Leave a Reply