আসলামু আলাইকুম কেমন আসেন সবাই। TrickBD তে
আজ নতুন একটি পোস্ট লিখলাম। বেশি কিছু বলব না সোজা কাজের কথায় আসি।
এপ্পস্টির নাম SensorBox.Apk

দেখে নিন কোন সেন্সর কি কাজ করে

★Gyroscope সেন্সরঃ একই সময়ে একসাথে ৬ টি
directions বা দিক মাপতে পারে। আপনি আপনার
ডিভাইসটি রোটেট করলেই এই সেন্সরের কাজ
সম্পর্কে বুঝতে পারবেন। বর্তমানে Gyroscope sensor
3D গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়ে
থাকে, ভবিষ্যতে ইনডোর নেভিগেশনের ক্ষেত্রে
এর ব্যবহার দেখা যাবে।

★Light সেন্সরঃ পরিবেশে আলোর পরিমাণ পরিমাপ
করে তার সাথে তাল মিলিয়ে আপনার ডিভাইসের

স্ক্রীন ব্রাইটনেস বাড়ানো বা কমানোর কাজটি
করে থাকে লাইট সেন্সরের। এছাড়া প্রয়োজন
শেষে কী-বোর্ডের লাইট নিভানোর কাজটিও করে
এই সেন্সর।

★Orientation সেন্সরঃ এর কাজ হল আপনার ডিভাইসের
অবস্থান নির্ধারণ করা। আপনি যখন আপনার
ডিভাইসটি রোটেট করেন তখন স্ক্রীন রোটেশনের
কাজটি করে থাকে এই সেন্সর।

★Proximity সেন্সরঃ এর কাজ হল দুটি জিনিসের
মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। যেমন ধরুন আপনার হাত
বা কান থেকে ডিভাইস স্ক্রীনের দূরত্ব নির্ণয় করা।
ফোনে কল আসলে ফোন কানে লাগানোর পর ফোন
স্ক্রীনের আলো নিভিয়ে দেয়ার কাজ করে এই
সেন্সর।

★Temperature সেন্সরঃ এর কাজ হল আপনাকে আপনার
ডিভাইসের তাপমাত্রা সম্পর্কে অবহিত করা।

★Accelerometer সেন্সরঃ ডিভাইসের অবস্থান এবং
স্ক্রীন রোটেশনের কাজ করে থাকে।

Sound সেন্সরঃ এর কাজ হল আপনার চারপাশে
শব্দের মাত্রা পরিমাপ করে সেই অনুযায়ী
আপনাকে তথ্য দেয়া।

★Magnetic Field সেন্সরঃ সাধারণত মেটাল ডিটেকশন
এবং কম্পাসের ক্ষেত্রে সাহায্য করে থাকে।
Pressure সেন্সরঃ পরিবেশের চাপ পরিমাপ করে
আবহাওয়া বার্তা প্রদান করে।

Apps Dwonload Link

3 thoughts on "আপনার এন্ড্রোইড মোবাইলের কি কি সেন্সর আছে দেখে নিন একটি এন্সের সাহায্য সাথে কোন সেন্সর কি কাজ করে দেখুন !!"

Leave a Reply