আসসালামু ওয়ালাইকুম
কেমন আছেন সবাই..?
আমি ভালোই আছি..!! আমি এখন থেকে এমন কিছু কাজ শিখাবো যা আপনি আজীবন মনে রাখবেন ।। চলুন কাজের দিকে যাই…!!
আজকে আমি শিখাবো বিদ্যুৎ এর পুরো টিউটোরিয়াল ।। বিদ্যুৎ এর কথা শুনলে ছোট হতে আশি বছরে বুড়ো ও ভয় পায় ।। ভয় পাওয়া টাই স্বাভাবিক ব্যাপার ।। আজকে আমাদের মিশন হবে
বিদ্যুৎ এর তার ধরবো, বিদ্যুৎ থাকা অবস্থায় কিন্তু আমাদের শক করবে না ।। কি মজা তাই না, এটা ও কি সম্ভব..?? হ্যা Bro এটা অবশ্যই সম্ভব ।।
আসল কথা বলাই হয় নি, আপনি যখন বিদ্যুৎ তের
তার ধরবেন, তখন কেউ যদি আপনার শরীরে যে কোন জায়গায় (পা হতে চুল পর্যন্ত) বিদ্যুৎ চেক করে । টেস্টার দিয়ে চেক করে তাহলে আপনার শরীরে টেস্টারে আলো জ্বলবে ।। কিন্তু আপনাকে
বিদ্যুৎ কিছুই করতে পারবে না ।।
এটা যদি কেউ দেখে তাহলে বলবে আপনার কি সাহস …!! আপনাক GF বা আপনার বন্ধুরা দেখলে তো পাগল ই হয়ে যাবে ।। আর আপনি মজা নিবেন ।।
আসুন বিদ্যুৎ সমর্পকে একটু জেনে নেই →→
বিদ্যুৎ কাকে বলে..?
★ বিদ্যুৎ এক প্রকার শক্তি যা খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় ।। পদার্থের
মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে যে শক্তি উৎপন্ন হয় তাকেই আমরা বিদ্যুৎ বলি ।।
বিদ্যুৎ ২ প্রকার →→
১. ★ অল্টার কারেন্ট বা (AC কারেন্ট)
এটাই আমাদের ঘরের বিদ্যুৎ, যেটাতে শক করে।
এটা দুইটা তার থাকে ।। যাকে আমরা (লাল তার, কালো তার বলে জানি) আসলে এই দুইটার লাল তার কে ফেজ তার বলে ।। আর কালো টাকে নিউটল তার বলে ।। ফেজ তারে টেস্টার ধরলে আলো জ্বলবে ।।
২. ★ ডাইরেক্ট কারেন্ট বা (DC কারেন্ট)
এটা ব্যাটারির কারেন্ট ।।
কাজ শুরু করতে যা যা লাগবে →→
১. ★ বিদ্যুৎ এর লাইন
২. ★ একটা যে কোন তার (১ থেকে ২ গজ)
৩. ★ ১টা টেস্টার
৪. ★ একজন লোক যে আপনাকে টেস্টার দিয়ে টেস্ট করবে ।।
৫. ★ একটা RFL এর চেয়ার অথবা প্লাস্টিক জাতীয় চেয়ার ।।
কাজ শুরু →→
প্রথমে নিজেকে একটু সাহসী করুন, তার পর বিদ্যুৎ এর লাইনের কাছে যান । চেয়ারে বসুন অথবা দাড়ান ।। (গায়ের কাপড় যেন অবশ্যই শুকনো থাকে, আর পা জেন অবশ্যই চেয়ারে থাকে, আর কেউ জেন টেস্টার ছাড়া আপনার গায়ে হাত বা টাচ না করে )
এরপর টেস্টার দিয়ে চেক করুন কোন সকেটে আলো জ্বলে ।।
যে সকেটে আলো জ্বলে সেটাতে তার দিন ।। সাবধানে জেন তার আপনি ছাড়া আর কেউ জেন না ধরে সেদিকে খেয়াল রাখবেন ।।
এর পর আপনি তার এর মাথা হাত দিয়ে ধরুন কোন ভয় নেই আপনার কিছুই হবে না,
কোন কিছুই মনে হবে না, মনে হবে এমনি একটা তার ধরে আছেন ।।
এর পর হল আসল মজা, একজন লোক কে বলুন টেস্টার দিয়ে আপনার গায়ে যে কোন জায়গায় টেস্টার দিয়ে টেস্ট করতে, দেখবেন টেস্টারে আলো জ্বলে ।।
[ টেস্টার ছাড়া যেন কেউ আপনাকে টাচ না করে সেটা খেয়াল রাখবেন ]
এরপর তার টা সকেট থেকে খুলে তার পর চেয়ার থেকে নামবেন ।। তার ধরা অবস্থায় চেয়ার থেকে নামবেন না ।।
খেলা শেষ ।। আর একদিন নিয়ে আসবো অন্য কোন টিপস নিয়ে ।। তত দিন ভালো থাকুন ।। আর আনাদের সাথেই থাকুন ।।
–
–
এটা করলে কারো কোন ক্ষতি হবে না…
.√√√WARNING√√√
.
.
KEW ETA TRY KORBENNA××===
right
be careful
post ta delete Koren
আশা করি ডিলেট করবেন। পোষ্টা পড়ে কেউ চেষ্টা করতে যাবেননা এতে আপনার বিপদ হয়ে পারে ৯৯.৯%।
Any mistake can occur something dangerous…
মনে রাখবেন বিদ্যুৎ কোন খেলার জিনিস না !!