আজ অনেকদিন পর আবার এই পোষ্ট এর পার্ট ৩
নিয়ে হাজির হয়ে গেলাম।।আপনাদেরকে
অপেক্ষা করানোর জন্য দুঃখিত….

চলুন শুরু করি:-

৫. গুগলিয়েলমো মার্কনি (১৮৭৪-১৯৩৭):-


স্যার জগদীশ চন্দ্রবসুর পর বেতার তরংগ
ব্যবহার ককরে একই কাজে প্রথম সফল হন
ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। এ
জন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক
হিসাবে স্বিকৃতি দেওয়া হয়।

৬. রেমন্ড স্যামুয়েল টমলিনসন:-


বিশ শতকের ষাট-সত্তরের দিকে ইন্টারনেট
প্রটোকল ব্যবহার করে আরপানেটের (Arpanet)
জন্ম হয়।বলা যায়,তখন থেকে নেটওয়ার্ক এর
মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে
আন্তঃসংগযোগ বিকশিত হতে শুরু করে।আর এ
বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট।১৯৭১
সালে আরপানেটে ইলেক্ট্রনিক মাধ্যমে
পত্রালাপের সূচনা করেন আমেরিকার
প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েক টমলিনসন।
তিনিই প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন।
আজ এ পর্যন্তই।বাকি পর্ব গুলো খুব শীঘ্রই
প্রকাশিত হবে।আমাদের সাথেই থাকুন।

আমার সাইট এখানে

2 thoughts on "তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব Part-3"

    1. Sajid Contributor Post Creator says:
      tnx for comment

Leave a Reply