ডোমেইন কথাটির সাথে আমরা সকলেই পরিচিত।বিশেষ
করে TrickBD সাথে যারা আছি তারা তো বটেই।
তবে একটা কথা আমরা কখনোই ভাবি না আর সেটা হলো
দোমেইন এর নামের ব্যাপারে।এক্ষেত্রে অনেকে আবার
দ্বিমত প্রকাশ করে থাকবেন।যেমনঃঅনেকে বলে
থাকবেন,আমরা তো আমাদের ওয়েবসাইটের সাথে
সামঞ্জস্যসহিত ডোমেইন কিনে থাকি তাহলে সমস্যাটি
কোথায়?
আসলে এখানে কোনো সমস্যা নেই।যদি আপনি আপনার
সাইটের জন্য ব্যক্তিগত ভাবে ডোমেইন কিনে থাকেন
তাহলে এটা আপনার ব্যাপার।তাহলে এখন ভাবুন এটাকে
কিভাবে ব্যবসায়িক ভাবে নেওয়া যায়।এখন
বাংলাদেশের মানুষের পক্ষে একটা ডোমেইন ব্যবসা শুরু
করা কষ্টসাধ্য ব্যাপার হবে।তাহলে কেমন হয় যদি সেই
কষ্টটাকে দূর করে দেওয়া যায়?
এবার মূল কথায় আসি।ধরুন আপনি একটা ডোমেইন কিনলেন
আর সেটার নাম হলো ঃ Paul.com।এখন এই নামে যেকোনো
ব্যক্তি আপনার ডোমেইন কেনার ইচ্ছা পোষণ করতে
পারে।আবার সে আপনি যতো টাকা দিয়ে ডোমেইন
কিনেছেন তার থেকে আরো বেশি দাম দিয়ে হলেও
ডোমেইন টি কিনতে রাজি।এখন আপনি কি করবেন।আপনি
জানবেন ই বা কি করে যে একজন আপনার ডোমেইন টি
কিনতে চায় এবং সে আরো টাকা অফার করতে রাজি?আর
আরো একটা প্রশ্ন থাকে সেটা হলো আপনি টাকা দিয়ে
ডোমেইন কিনবেন ই বা কেনো?
কিন্তু শুনলে অবাক হবেন যে ৫০০ র ও বেশি কোম্পানি
আছে যারা ফ্রীতে ডোমেইন দেয়।কেউ হয়ত জানে আবার
কেউ হয়ত জানে না।কিন্তু সত্যিটা হলো কেউ জানলে ও
আপনাকে সে জানাতে যাবে কেনো।কেননা,যদি এরকম
ফ্রীতে ডোমেইন দেওয়ার খবর ছড়িয়ে যায় তাহলে তো
মানুষ অনেক ডোমেইন ফ্রীতে পাবে আর তখন কোম্পানির
পক্ষে ও তা টেকানো মুশকিল হয়ে যাবে।আর যেই ব্যক্তি
মানুষের সাহায্যের আশায় খবর টি মানুষের কাছে
পৌছিয়ে দিয়েছে,সেই ব্যক্তি এই সুযোগ হতে বঞ্চিত তো
হলেন ই তার সাথে আর ও মানুষ পড়ে গেল বিপদে।
প্রথমে আপনাকে ডোমেইন কিনতে হবে নতুবা ফ্রীতে
নিতে হবে।আমি ৫০০ টা সাইটের নাম না জানতে
পারলেও প্রায় অনেক গুলো জানতে পেরেছি।আর
সেগুলোর নাম হয়ত বা আপনারা জেনে থাকতে
পারেন।তাই সকলের সুবিধার জন্য আমি ফ্রীতে
ডোমেইন দেওয়া কোম্পানি গুলোর লিস্ট করেছি।যদি
আপনার মনে হয় আপনি এমন কোনো কোম্পানির নাম
জানেন না তাহলে এখান হতে লিস্টটি ডাউনলোড
করে নিন।Download
এখন ধরুন আপনার কাছে অনেকগুলো ডোমেইন আছে আর
সেগুলো এখন আপনি বিক্রি করতে চান।তাহলে কিভাবে
করবেন।এজন্য আপনি অয়াপকা কিংবা ওয়ারডপ্রেসে
কোনো একটি সাধারন সাইট খুলে সেখানে আপনার
ক্রয়করা ডোমেইন গুলো সেল বা বিক্রি করতে পারবেন।
আর ফ্রিতে যেসব ডোমেইন নিবেন সেগুলো সাধারণত ৩
বছরের বেশি দেয় না।তাই আপনার হাতে সময় থাকবে তিন
বছর ডোমেইন বিক্রি করার জন্য।
পরের টিউনে কিভাবে আপনার ক্রয়করা ডোমেইন গুলো
তা নিয়ে আলোচনা করা হবে।আপ্নাদের সাড়াই আমাকে
পরের টিউন টি করার জন্য উদ্দীপনা জাগাবে।তাই শেয়ার
করুন আর একে অন্যকে সাহায্য করুন যাতে সবাই সুযোগ
পায় এগিয়ে যাবার।পরের টিউন টিতে আপনাদের সাড়া
পাব বলে আশা রাখছি।ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
বিঃদ্রঃ আপনাদের কারো যদি মনে হয়ে থাকে,আমি ভুল
লেখেছি।তাহলে দয়া করে জানাবেন।যাতে পরের টিউনে
আরো ভালো লিখতে পারি।ধন্যবাদ।
সৌজন্যেঃ নিত্য নতুন টিপস পেতে
নিয়মিত
TrickzBD.GQভিজিট করবেন এবং
সবচেকম টাকায় সাইট তৈরী
করে টাকা ইনকাম করুন
স্বল্পমুল্যে ওয়াপসাইট বানিয়ে ঘরে বসেই
প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করতে
কল করুন। 01700535894
6 thoughts on "একটা ডোমেইন গড়ে দিবে আপনার সুন্দর আগামী।যদি ডোমেইন কিনবেন বলে ভাবছেন বা কিনে থাকেন তাহলে এই টিউনটি আপনার জন্য [মেগা টিউন]"