ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নানা সফটওয়্যার রয়েছে। যেমন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ইউটিউব ডাউনলোডার ইত্যাদি। এই সফওয়্যারগুলো নিয়ে আমি কোন কথা বলব না। কারন সবাই মোটামোটি সফটওয়্যারগুলো সম্পর্কে জানেন। আমি আজ ইউটিউব থেকে ডাউনলোডের কয়েকটা পদ্ধতি সম্পর্কে বলব যাতে কোন এক্সট্রা সফটওয়্যার ব্যবহার করতে হয় না। তাহলে চলুন শুরু করা যাক।

তার আগে আরেকটা কথা বলে নেই। আমি গত দুইদিন আগে এই নিয়ে একটা টিউন করেছিলাম টেকটিউনসে। সেটা ছিল ভিডিও টিউটোরিয়াল। সেখানে কয়েকজন বলেছেন টিউনটি টেক্সট আকারে দিতে। তাই এই টিউনটি করা।

আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক।

পদ্ধতি – ১

প্রথমে যে পদ্ধতিটির কথা বলব সেটি মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম সহ প্রায় সকল ব্রাউজারেই ব্যবহার করা যাবে।আর পদ্ধতিটিও খুব সহজ।

– প্রথমে youtube.com এ গিয়ে যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওটা ওপেন করুন।

– তারপর এড্রেস বারে youtube.com এর আগে ss টাইপ করুন এবং এন্টার দিন।

– youtube.com নিচের মত নতুন একটা পেইজে রিডিরেক্ট করবে।

– এখন শুধু কোন ফরমেটে ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে দিন।

ব্যস আপনার কাজ শেষ।

পদ্ধতি – ২

এই পদ্ধতিটা শুধুমাত্র মজিলা ফায়ারফক্সে ব্যবহার করতে পারবেন। এখন পর্যন্ত আমার জানামতে গুগল ক্রোমে এরকম কোন এক্সটেনশন বা এড-অন চালু করা হয় নি। মজিলা ফায়ারফক্সে এড-অন ব্যবহার করে সরাসরি ইউটিউব পেজে থেকেই ভিডিও ডাউনলোড করা যায়।

– প্রথমে আমাদের মজিলা ফায়ারফক্স ওপেন করে ডান পাশের উপরের কোনায় মেনু বাটনে ক্লিক করতে হবে।

– মেনু বাটনে ক্লিক করার পর সেখান থেকে Add-ons এ ক্লিক করতে হবে।

– Add-ons পেজ এর বামপাশের মেনু থেকে Get Add-ons এ যেতে হবে।

– Search বক্সে YouTube video and audio downloader বা শুধু Youtube downloader লিখে সার্চ দিতে হবে।

– এখন শুধু Youtube video and audio downloader এড অন টা Install করে নিলেই কাজ শেষ।

– এবার ইউটিউবের যেকোন ভিডিওতে গেলেই নিচের ছবির মত ভিডিওর নিচে Download বাটন পাবেন।

পদ্ধতি – ৩

এই পদ্ধতিও পদ্ধতি ২ এর মত মজিলা ফায়ারফক্সে ব্যবহার করা যাবে। এটিও একটি এড অন যা পদ্ধতি ২ এর মত করে ব্যবহার করা যায়। ইন্সটল পদ্ধতিও ২ এর মতই। এই এড-অন এর নামটা হল 1 Click youtube downloader.

আরেকটা পদ্ধতি আছে সেটা হল UC Browser ব্যবহার করা। এর জন্য কিছুই করতে হবে না। এই ব্রাউজার দিয়ে ইউটিউবে ঢুকলেই দেখবেন একটা ডাউনলোড বাটন আপনার সামনে লাফালাফি করছে। তবে সেটা সব ভার্সনে আছে কিনা তা আমার জানা নেই।

কিভাবে ইন্টার্নেট থেকে টাকা ইনকাম করবেন তার কমপ্লিট গাইড লাইনঃ Click Here

4 thoughts on "ইউটিউব থেকে যারা ভিডিও ডাউনলোড করতে পারেন না, তাদের জন্য ডাউনলোড করার ৩টি নিয়ম শেয়ার করলাম।"

  1. Dean Rakib Contributor Post Creator says:
    n9
  2. Sujoy Mondal Author says:
    রানা,স্বাধীন বা নাসির ভাই যেই এই কমেন্ট টা দেখেন না কেনো সে আমার প্রফাইল থেকে একবার ঘুরে আসুন। আমি ৬ টা কপিমুক্ত উন্নত মানের পোষ্ট করেছি এবং অনেক দিন যাবত টিউনার হওয়ার চেষ্টা করছি কিন্তু কোন ফল হচ্ছে না। এভাবে চলতে থাকলে সবাই TrickBD.com এর উপর থেকে ভরসা হারিয়ে ফেলবে। তাই দয়াকরে আমার টিউনের মানের উপর ভিত্তি করে আমায় টিউনার বানান। প্লিজ ….প্লিজ …..প্লিজ ……. ও আর একটা কথ যদি টিউনার না করেন তবে আমাকে জানিয়ে দিন কষ্ট পেলেও ভুলে যাব কিন্তু দয়া করে আস্বাস দিয়ে যাবেনা।
  3. md shojib Contributor says:
    vai uc browser kon version ne download chinho ace jodi bolten valo hoto
  4. Atikur Rahman Contributor says:
    eto shob bejal na kore dairect→ songbd.gq teke youtub video download kora jay.few mb koros hoy download sara 1kb o katena.try kore dekun baiara ami nije okan teke download kori.

Leave a Reply