জিপির সোস্যাল প্যাক দিয়ে আমরা অনেকদিন ধরেই এন্ড্রোয়েড দিয়ে সব এপস চালিয়ে আসছি। যা একরকম ফ্রি-নেটই। আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার PC তে এই সোস্যাল প্যাক দিয়ে ফ্রি-নেট চালাবেন। এটা কয়েকভাবে করা যাবে তার মধ্যে আমি যেভাবে করে থাকি তা উল্লেখ করছি।
এর জন্য লাগবে
- রুটেড ফোন।
- পিসি যা Wifi সমর্থন করে।
- এবং 2 টি সফটওয়্যার। (পিসপন হ্যান্ডলার এবং DFtethering Fix)
এখন এই দুটি সফটওয়্যারগুলো Download এবং install দিন।
- Download Phisphon Handler. Apk
- Download DFtethering Fix.apk
এখন আপনি 18৳ দিয়ে 1GBএকটি সোস্যাল প্যাক কিনেন। কিনতে ডায়াল করুন *5000*78#
- নেট কানেকশন অন রাখবেন।
- তারপর Phisphon Handler টি ওপেন করে সক্রিনসট এর মত কনফিগার করুন।
- OK তে ক্লিক করুন, কানেক্ট হবে। কানেকশন সাকসেস হলে চাবি চিন্হ ওঠবে এবং P চিন্হ ওঠবে।
- তারপর DF tethering fix ওপেন করে Fix referring এ ক্লিক করুন। রুট পারমিশন চাইবে Allow দিন।
- তারপর আপনার ফোনের হটস্পট অন করুন।
- PC থেকে ফোনের হটস্পটের সাথে কানেক্ট করুন।
- এখন Firefox/Chrome বা যেকোন এপস চালান দেখবেন চলবে। স্পিড পাবেন 3G। 100-300KBPS ব্রাউজিং এ।
কিছু ইররঃ
- Phisphon Handler কানেক্ট হচ্ছে না। এজন্য আপনাকে PH এপটি ক্লোজ করে, ফোরস স্টপ করে নতুন করে ওপেন করুন।
- PC তে নেট কানেক্ট হচ্ছে না? এজন্য কাজের ধারাবাহিকতা ঠিক ছিল কিনা দেখুন। Enable internet>Open & Connect PHISPHON Handler> Open DF tethering fix& click Fix> Turn on Hotspot.
- নেট ডিসকানেক্ট হচ্ছে? এটার কোন সঠিক সমাধান জানা নেই, এর জন্য আপনাকে নতুন করে কানেক্ট দিতে হবে। না হলে ফোন Restart দিন। Usually নেট 15-25 মিনিট ইউজের পর ডিসকানেক্ট হয় , নাও হতে পারে।
- অন্য সমস্যা? কমেন্টে বলুন।
.
Apn setting, r Handelar menu setting a ki dibo ektu details bolle upokrito hotam.
.
Ami onk vabe try krsi. Bt hoy nai.
অন্ন কিছু দেন ।
লিন্ক পেতে আমার
TrickBD profile দেখুন।