প্রতি মাসে আকাশছোঁয়া ইলেকট্রিক বিল দেখে আপনার মাথা খারাপ হয়ে যাওয়ার মত অবস্থা? অনেক রকম চেষ্টা করেও বিফল। কিন্তু, কিছুতেই কম বিল আসছে না! তাহলে জেনে নিন কী ভাবে ইলেকট্রিক বিল কম আসবে।
সৌর শক্তি ব্যবহার করার চেষ্টা করুন। পুরনো এবং অপরিষ্কার টিউব বা বাল্বে বেশি বিদ্যুত খরচ হয়। তাই নিয়মিত এগুলো পরিষ্কার করুন।
কমপ্যাক্ট ফ্লুওরোসেন্ট ল্যাম্প (সিএফএল) ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ বাঁচায়। তাই সাধারণ টিউব বা বাল্বের বদলে সিএফএল ব্যবহার করুন। ঘর ঠান্ডা রাখতে বাইরে গাছপালা লাগান। যারা ফ্ল্যাটে থাকেন তারা ঘরের মধ্যে ‘ইন্ডোর প্ল্যান্টস’ রাখুন।
এসি’র ফিল্টার প্রতি মাসে এক বার করে পরিষ্কার করুন। এসি’র তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখার চেষ্টা করুন। যত কম তাপমাত্রা হবে তত কিন্তু বেশি বিদ্যুৎ পুড়বে।
.
চলছে দারুন অফার, পোস্ট করে জিতে নিন পেওনির মাস্টারকার্ড বিস্তারিত এখানে ICTWAP.COM
One thought on "বিদ্যুত বিল কমাতে যেসকল উপায় গুলো অবলম্বন করতে হবে জেনে নিন!!!"