কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভাল
আছেন। সবার ভাল থাকার আশায় আজ
আপনাদের জন্যে ভিন্ন একটি পোস্ট শেয়ার
করতে আসলাম। আর তা হল চাকরির
ভাইভাঃ ইন্টার্ভিউবোর্ডে যে
প্রশ্নগুলো আপনাকে করা হতে
পারে
এবং এর উপর একটি সুন্দর গাইডলাইন তার
সাথে আমার মূল্যবান পরামর্শ।
ইন্টারভিউ গ্রহণের মাধ্যমে নিয়োগকর্তারা
আপনার ব্যাক্তিত্ব, আগ্রহ, লক্ষ্য এবং
উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেন। এটার
মাধ্যমে আপনি আর এক টুকরো কাগজে
আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার একটি
তালিকে হয়ে থাকবেন না। এটিই সুযোগ
কিভাবে ঐ দক্ষতাসমূহ আপনাকে পদটির
জন্য উপযুক্ত প্রার্থী করে তুলেছে তা
কয়েকটি বিশেষ উদাহরণ এবং
বাস্তবতার ভিত্তিতে সংক্ষিপ্ত
বিবরণের মাধ্যমে ব্যাখ্যা করুন।
কোম্পানি ও শিল্প সম্পর্কে আপনার
জ্ঞান এবং পদটির জন্য আপনার অধীর
আগ্রহ প্রকাশের এটিই উত্তম সময়।
আপনি কে তা নিয়োগকর্তাকে
জানানোর এটিই সময়, আর সেটি
নিজেকেই করতে হবে।

আপনার জন্য আরো কিছু পোস্ট
ব্যাংকে চাকরি পাওয়ার পরিপূর্ণ
টিউটোরিয়াল

চাকরির ভাইভাঃ ইন্টার্ভিউ
বোর্ডে যে প্রশ্নগুলো আপনাকে
করা হতে পারে

নিয়োগকর্তারা যা
সন্ধান করছেনঃ

ইন্টারভিউ খুব চাপের হতে পারে, কিন্তু
এটি অতিক্রম করার সবচেয়ে ভালো
উপায় হলো প্রস্তুত থাকুন এবং
নিয়োগকর্তা কি সন্ধান করছেন তা
জানুনঃ
চাকরিপ্রার্থীদের নিজের দক্ষতা,
ক্ষমতা, লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে
একটি সুনির্দিষ্ট ধারনা থাকতে হবে।
যে পদটির জন্য তারা ইন্টারভিউ দিচ্ছে

সেই কাজটি, কোম্পানি, ও এটির
পণ্যদ্রব্য সর্বোপরি ঐ শিল্পটি সম্পর্কে
তাদের যথার্থ জ্ঞান থাকবে।
যেসব প্রার্থীর দক্ষতা এবং
অভিজ্ঞতাগুলো কোম্পানিটির
চাহিদার সাথে প্রাসঙ্গিক হবে।
প্রার্থী যারা আত্মবিশ্বাসী এবং
কোম্পানির প্রতি অবদান রাখার
ক্ষমতা থাকবে।
প্রার্থী যারা অতীত অভিজ্ঞতাগুলো
উপর আলোচনা করতে পারে এবং এমন
কয়েকটি বিশেষ উদাহরণ তুলে ধরবে
যেগুলো তাদের দক্ষতা ও অর্জিত
সাফল্য প্রকাশ করবে।

আপনার জন্য আরো কিছু পোস্ট
ব্যাংকে চাকরি পাওয়ার পরিপূর্ণ
টিউটোরিয়াল

পূর্বেই প্রস্তুতি
গ্রহণ করুনঃ

ইন্টারভিউ এ চাপ কমানোর আরেকটি
উপায় হলো পূর্বেই প্রস্তুত থাকা।
আপনার জীবনবৃত্তান্ত পর্যালোচনা করুন
এবং এটি নিশ্চিত করুন যে, আপনি
আপনার দক্ষতা, অভিজ্ঞতা, লক্ষ্য,
আগ্রহ, সাফল্য এবং উদ্দেশ্য সম্বন্ধে
জানেন। আপনাকে মৌখিক অনেক প্রশ্ন
জিজ্ঞাসা করা হবে এবং কিছু
প্রাসঙ্গিক উদাহরণ উল্লেখ করার
প্রয়োজন হবে।সুতরাং নিজেকে
সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে উপস্থাপন
করুন।
একজন নিয়োগকর্তা দ্বারা
জিজ্ঞাসিত সবচেয়ে প্রচলিত
প্রশ্নগুলো সম্পর্কে জ্ঞাত থাকুন।
প্রশ্নের উত্তর যথার্থ রাখুন, কিন্তু উত্তর
কখনো মুখস্ত করবেন না। নিশ্চিত করুন
যে, আপনার সব প্রতিক্রিয়া ইতিবাচক
এবং আপনার দক্ষতা ও বিশেষ
সাফল্যগুলো তুলে ধরুন।যখন আপনার
কাছে কঠিন অথবা নেতিবাচক
অভিজ্ঞতা সম্বন্ধে জানতে চাইবে তখন
শিক্ষানবিস অভিজ্ঞতা হিসেবে
ঐগুলো বর্ণনা করুন।
ইন্টারভিউ এর সময়, নিয়োগকর্তা শুধু
নিজেই প্রশ্ন করবেন না, আপনার কাছ
থেকেও কিছু প্রশ্ন আশা করবেন, যেমন
শেষের দিকে নিয়োগকর্তা আপনাকে

প্রশ্ন করার আমন্ত্রণ জানাতে পারেন
এভাবে “সুতরাং, আপনার কি কিছু
জিজ্ঞাসা করার আছে?” সবসময় কিছু
যুক্তিসঙ্গত প্রশ্ন জিজ্ঞাসা করুন। যদি
ইতিমধ্যে নিয়োগকর্তা আপনার সব
প্রশ্নের উত্তর দিয়ে দেন, তাহলে
প্রাসঙ্গিক অন্য কোন বিষয়ে
জিজ্ঞাসা করুন। আপনার প্রশ্নগুলো
কোম্পানিটি ও শিল্প কারখানা
সম্পর্কে আপনার জ্ঞান এবং পদটিতে
আপনার আগ্রহ প্রকাশ করতে পারে।
আপনার সব প্রশ্নেরচাকরিটির সাথে
সম্পৃক্ততা থাকতে হবে।

আপনার জন্য আরো কিছু পোস্ট
ব্যাংকে চাকরি পাওয়ার পরিপূর্ণ
টিউটোরিয়াল

চাকরির ভাইভাঃ ইন্টার্ভিউ
বোর্ডে যে প্রশ্নগুলো আপনাকে
করা হতে পারে

শেষ কথা:

ইন্টারভিউয়ে কি ঘটবে নিশ্চিতভাবে
তা বলা প্রকৃতপক্ষে খুব কঠিন. কিন্তু
প্রচলিত ইন্টারভিউ প্রশ্নগুলোর প্রস্তুতি
নিয়ে যাওয়া যায়। সময় নিন সেগুলোর
উত্তর চিন্তা করার। এমনকি তা আপনি
লিখেও ফেলতে পারেন। তবে সব
প্রশ্নের উত্তর খুবই সহজ হবে যদি আপনি
সথ থাকেন। আপনার উত্তরগুলি যে
পোস্টে আবেদন করেছেন তার দক্ষতা ও
যোগ্যতার সাথে সঙ্গতিপূর্ণ হওয়া চাই।
শুভকামনা রইলো।

24TuneBD.GA

ভালো লাগলে অবশ্যই Comment
করবেন । সবাই কে ধন্যবাদ ।

নিয়মিত আমার টিউন পেতে TrickBD এর সাথে থাকুন।

যেকোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে দিনে ২০০ থেকে ৫০০টাকা ইনকাম করতে যোগাযোগ করুন 01758143289 নাম্বার -এ- 24TuneBD.Ga

4 thoughts on "চাকরির ভাইভাঃ ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্নগুলো আপনাকে করা হতে পারে"

  1. Md Khalid Author says:
    চাকরির ভাইভাঃ ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্নগুলো আপনাকে করা হতে পারে ei title er sathe ki post er mil ache ? all

Leave a Reply