আপনি ইউটিউব এ একটি ভিডিও দিবেন,সেটা
রাতারাতি হাজার হাজার ভিউ পড়বে এমন
চিন্তা করাটা বোকামি।মানুষ আপনার
ভিডিও তখন ই দেখবে যখন ওই ভিডিও টি
তার কাছে পৌঁছাবে,এজন্য নিচের পদ্ধতি
অবলম্বন করা যেতে পারে
১.ফেসবুক এ যদি বড় কোন পেজ
থাকে,সেখানে শেয়ার করুন অথবা অনেকে
টাকার বিনিমেয় শেয়ার করে তাদের বলুন।
প্রয়োজনে মেয়েদের নাম দিয়ে ফেক আইডি
খুলুন এবং ৫হাজার ফ্রেন্ড বানান,কয়েকটা
আইডি ব্যাবহার করে বড় গ্রুপ করে সেখানে
শেয়ার করুন
২.যতদূর সম্ভব আপনার
ভিডিওরর লিংকটি সোশ্যাল মিডিয়া গুলোতে
শেয়ার করুন।
৩.মোটামুটি ৩৪/৪০ টি ভিডিও দেয়ার

চেষ্টা করুন।ভিডিও গুলো অবশ্যই প্লে
লিস্ট করে রাখবেন,এতে সাজেশন এ আপনার
ভিডিও গুলাই শো করবে।
৪.এমন ভিডিও
দিবেন যেন সেটা ভিউয়ার মিনিমাম অর্ধেক
এর বেশী দ্যাখে।ভিউয়ার কে লাইক কমেন্ট
করার জন্য উৎসাহিত করুন
৫.সর্বোচ্চ সংখ্যক ট্যাগ দিন,ডিসক্রিপশন
এ ৫০০০ অক্ষর আর ট্যাগ এ ৫০০
অক্ষর পুরোটাই দিবেন,আর ট্যাগ এর জন্য
tubebuddy অবশ্যই অবশ্যই ইউস
করবেন।
৬.ইউটিউব থেকে আয় করার সত্যি
ইচ্ছা থাকে তাহলে মিনিমাম আপনাকে ৬মাস
ধের্য্য ধরে কাজ করতে হবে,সাফল্য
নিশ্চিত।সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যঃ
একবার চিন্তা করুন তো,
আপনার চ্যানেল ভিউয়ার কেন
সাবস্ক্রাইব করবে?আপনার চ্যানেল তখন
ই সাবস্ক্রাইব করবে যখন আপনার চ্যানেল
এ ইউনিক কিছু থাকবে।দেখবেন যারা ভিডিও
ক্রিয়েট করে(যেমন-প্রাংক
ভিভিও,টিউটোরিয়াল,মিউজিক ভিডিও)
যারা
ক্রিয়েট করে তাদের সাবস্ক্রাইবার বেশী
থাকে,তাই যতদূর সম্ভব ইউনিক ভিডিও
(যেমন:টিউটোরিয়াল) ক্রিয়েট করুন।
কথা গুলো নিজের অভিজ্ঞতা থেকে
বললাম,যেকোন মতামত সাদরে গ্রহণযোগ্য।
পোষ্ট ক্রেডিট TrickBD.Info
ভাল লাগলে জানাবেন

Leave a Reply