আসসালামু আলাইকুম। আসা করি সকলে ভালো আছেন।
ভিডিও এডিটিং এখন এমন একটা দক্ষতা, যা প্রায় সব জায়গায় দরকার হয়। সিনেমা বানানো থেকে শুরু করে ইউটিউব ভিডিও, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া কনটেন্ট সবখানেই এর চাহিদা দিন দিন বাড়ছে। একটি ভালো এডিট শুধু ভিডিওর মান বাড়ায় না, দর্শকের মনোযোগ ধরে রাখতেও সাহায্য করে। তাই যারা এই দক্ষতা শিখতে চান, তাদের জন্য ভিডিও এডিটিং হতে পারে এক দারুণ সুযোগ।
আমরা Voice Of Dhaka ইউটিউব চ্যানেল এর সাথে সকলে পরিচিত। তাদের স্টোরি টেলিং এবং অসাধারণ ভিডিও এডিটিং ও সাউন্ড এফেক্টের জন্য তারা বিখ্যাত।
ভয়েস অফ ঢাকা তাদের Batch 1 এর প্রিমিয়াম কোর্সটি এখন পুরোপুরি ফ্রিতে উন্মুক্ত করেছে। যারা ভিডিও এডিটিংয়ে নতুন বা শেখা শুরু করতে চান, এটি এক দুর্দান্ত সুযোগ।
5 thoughts on "Voice Of Dhaka -এর কোর্স অফিশিয়ালি ফ্রি তে নিয়ে নিন।"