VPN & Copyright প্রেমিদের বলছি,
যদি ইউটিউবে সফল হতে চান তাহলে দুই নাম্বারি চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলান। এক্ষুনি…এই মুহূর্তে!
কারন, এতে ক্ষতি শুধু আপনার একার নয়…যারা ইউনিক ভিডিও নিয়ে কাজ করেন আপনাদের জন্য তাদেরও ক্ষতির সম্মুখীন হতে হয়।
কারন গুগোলের ঠেকা পড়েনাই যে আপনার মতো ১ হাজার চোরের ৫ হাজার অবৈধ চ্যানেল রিভিউ করার জন্য তারা ৫ হাজার জনবল নিয়োগ করবে।
আর এই কারনে, তারা আপনাদের চ্যানেলের সাথে সাথে ভালো চ্যানেল গুলাও সাসপেন্ড করে দেয়। যেটার জন্য দায়ী সম্পূর্ণ আপনারা!
কথা একটাই, সৎ পথে ইনকাম করুন…হালাল রুজি আহার করুন। আর আল্লাহ্র প্রিয় বান্দার কাতারে সামিল হউন। 🙂
>>আজকে এই VPN এর কথা শুনতে শুনতে আমার পাগল হওয়ার অবস্থা হয়ে গেছে। গ্রুপে হঠাৎ করে VPN এর আমদানি হোল কথা থেকে এটাই তো বুঝতে পারছি না। 🙁
বিঃ দ্রঃ যারা এই VPN এবং Copyright (অন্যর ভিডিও নিজের করতে চাওয়া)
Create by Imran vai
কমেন্ট কয়েকজন ভাই এর
↓
এইগুলারে , টুট টুট টুট । চোরেদের উদ্দেশে বলছি, যারা ভিপিএন দিয়ে চুরিচামারি করেন তারা জেনে রাখবেন, গুগল ১৮,৫০০,০০০ রুপি দিয়ে ভারতীয় একজন স্পেশালিষ্ট নিয়োগ দিয়েছেন গতবছরে। শুধুমাত্র যারা ভিপিএন দিয়ে ক্লিক মারেন তাদের নিচে বাঁশ দেয়ার জন্য এই ব্যবস্থা । গুগলতো এত টাকা ফাও দিচ্ছে না তাইনা ? আর সেই লোকটাও নিশ্চয়ই বইসা নাই ??? বাঁশ যাওয়ার আগে সোজা হন। আসলে আপনাদের বলে লাভ নাই। আপ্নারা হলেন জঙ্গল। কেটে সাফ করে ফেলাই উত্তম । আমার মতে আপনাদের বিপরীতে যদি সাইবার ক্রাইম নিয়ে মামলা হতো তাহলে জন্মের মত সিধে হয়ে যেতেন। আপনাদের মত চোরের কারনে আমরা যারা নিজের টপিক নিয়ে কাজ করি তারাও বাঁশ খাই। হারামজাদা ।
↓
পোষ্টটা পড়ে এত খুশি হলাম তা বলে শেষ করতে পারবো না
↓
সবাইকে বলছি যে কাজ করবেন তার সঠিক ও শুদ্ধ ও বৈধ নিয়ম জেনে করবেন । আর সবার কাছে আরেকটা অনুরোধ কেউ যদি ইউটিউবে কাজ করতে চায় তাকে সবাই মিলে সাহায্য করতে হবে । তাহলে আমাদের দেশ ইউটিউবে ভালো করবে ।
↓
এরকম একটা পোস্টের অপেক্ষায় ছিলাম। একদম ঠিক বলছেন। Imran Hossain ভাই। অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করে এমন ব্যক্তিদের হেল্প করা থেকে বিরত থাকাটা অনেক জরুরী মনে করি।
এই পোস্ট করলাম কাউকে উদ্দেশ্য করে নয় বরং সর্তক করার জন্য ভাল লাগলে কমেন্ট করবেন
10 thoughts on "VPN & Copyright প্রেমিদের বলছি এবং ফ্রি ইন্টারনেট ব্যবহার কারিদের ও বলছি ১ মিনিট সময় নিয়ে পড়ুন ১০০% কাজ এ দিবে"