আসসালামু সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভাল আছেন। সবাইকে Trickbd-এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।

 

আজ আমি আপনাদের সামনে একটি সফটওয়্যার নিয়ে উপস্থিত হয়েছি যে সফটওয়্যার টির মাধ্যমে আপনি ১০০ জিবি মেমোরি কার্ড ফ্রিতে তৈরী করতে পারবেন।

 

আর এ ১০০ জিবি মেমোরি কার্ডে আপনি আপনার যাবতীয় ফাইল ব্যাকআপ করে রাখতে পারবেন।

 

এবং আপনার ফাইল গুলো আপনার নিজস্ব ইমেইল এবং পাসওয়ার্ডের দ্বারা সুরক্ষিতত থাকবে। কোনো সমস্যা হবে না।

 

এবং কখনো ফাইল গুলো ডিলেট হবে না। তবে ইচ্ছে করলে আপনি ডিলেট করতে পারবেন।

 

আর পরবর্তীতে আপনার মেমোরি থেকে আপনার ফাইল গুলো হারিয়ে গেলে এই সফটওয়্যার থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

 

তো প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

 

ডাউনলোড লিংক ঃ

Deggo Free 100 GB Cloud Storage

 

ডাউনলোড করার পর সফটওয়্যার টি অপেন করে আপনার ইমেইল এন্ড পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নিবেন। অর্থ্যাৎ Sign Up- এ ক্লিক করবেন।

 

 

সাইন আপে ক্লিক করার একটি পেজ আসবে, আপনি সেখানে থেকে যে সমস্ত ফাইল গুলো ১০০ জিবি তে রাখে চান সেগুলোতে পারমিশন দিয়ে দিবেন। অথবা যদি নির্দিষ্ট Folder ব্যাকআপ রাখতে চান তাহলে Add File- এ ক্লিক করে আপনার নির্দিষ্ট Folder সিলেক্ট করে দিবেন। নিচের ছবির মত।

 


 

আমি আমার একটি ফোল্ডার ১০০ জিবি তে ব্যাকআপ রাখবো তাই একটি ফোল্ডার সিলেক্ট করে দিলাম।

 

সিলেক্ট করার পর দেখবেন নিচে একটি লেখা আসবে। Added To Backup. অর্থ্যাৎ আপনার নির্দিষ্ট ফোল্ডার এ ১০০ জিবি মেমোরিতে ব্যাকআপ হয়ে গেছে।

 

ফাইল গুলো ব্যাকআপ হয়ছে কি না তা দেখার জন্য বাম পাশ থেকে Arrow আইকনে ক্লিক Status- এ ক্লিক করবেন।


 

Status-এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেজ আসবে।

 

এখানে লেখা অাছে যে, আপনার ব্যাকআপ Paused. ওয়াইফাই ছাড়া ফাইল ব্যাকআপ রাখতে পারবেন না।

 

তো যাদের ওয়াইফাই অাছে তাদের ফাইল অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে।

 

আর যাদের ওয়াইফাই নাই তারা বাম পাশ থেকে Arrow আইকনে ক্লিক Setting-এ যান।

 

Settings – এ যাওয়ার পর Only On Wifi অফ করে দিবেন।

 

এখন ব্যাকে এসে দেখবেন আপনার ফাইল হচ্ছে বা হয়ে গেছে।

 

তো উপরের পিকচারের মাঝে দেখেন আমার পিকচার গুলো ব্যাকআপ হচ্ছে।

 

আর ব্যাকআপ হওয়ার পর আপনি আমার মেমোরি কত টুকু খালি আছে এবং কতটুকু ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।

 

আর একটি কথা ঃ এখন যদি আপনার ১০০ জিবি শেষ হয়ে যায় অর্থ্যাৎ ১০০ জিবি ব্যবহার করে ফেলেন তাহলে আপনি আরো জিবি নিতে পারবেন আপনার বন্ধুদের কে ইনভাইট করে। এবং ভিডিও দেখে। আর আপনি প্রত্যেক Sign Up থেকে ৩ জিবি করে পাবেন। এভাবে অনেক জিবি মেমোরি নিতে পারবেন।

 

( কিভাবে invaite করেবেন তা উপরের পিকচারে মার্ক করা অাছে।)

 

এখন তো আপনি আপনার ফাইল গুলো ব্যাকআপ করে দিলেন। তো কিভাবে এখন আপনার ব্যাকআপ কৃত ফাইল গুলো দেখবেন এং পরবর্তীতে আপনার মেমোরি থেকে হারিয়ে গেলে ডাউনলোড করবেন।

 

আপনার ব্যাকআপ কৃত ফাইল দেখতে চাইলে এং ডাউনলোড করতে চাইল বাম পাশের Arrow আইকনে ক্লিক করে My files- এ যান।

 

My files- এ যাওয়ার পর আপনি যে টাইপের ফাইল ব্যাকআপ রেখেছেন ঐ টাইপের File-তে ক্লিক করবেন। আর আমি যেহেতু ফটো ব্যাকআপ রেখেছি তাই Photo-তে ক্লিক করবো। অথবা All Files -এ ক্লিক করে ও আপনার ব্যাকআপ কৃত সমস্ত ফাইল দেখতে পারবেন।

 

আপনি আপনার ব্যাকআপ কৃত ফোল্ডারে যাওয়ার পর আপনার ব্যাকআপ ফাইল দেখতে পারবেন। আর যদি আপনি আপনার ফাইল গুলো ডাউনলোড করতে চান তাহল ডান পাশে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিবেন।

 

আজকের পর্ব এই পর্যন্তই।

 

এই পোষ্ট বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখে কাজ করুন।

অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ফ্রিতে ১০০ জিবি মেমোরি তৈরী করে নিন।

 

দ্বিতীয়ে পর্বে যা থাকছে

 

কিভাবে ৪ জিবি মেমোরি ৮ জিবি করবেন এবং ৮ জিবি কে ১৬ জিবি করবেন। (১০০% সত্যি)

 

 

কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন।

ফেসবুকে আমি।

সৌজন্যেঃ টিপস সিটি।

সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
আমাদের চ্যানেলের লিংক।

Tips City-Subscribe Now
 

24 thoughts on "অ্যান্ড্রয়েডের কারিগর [পর্ব-১]::ফ্রিতে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ১০০ জিবি মেমোরি তৈরী করে নিন।(বিস্তারিত)"

  1. Wrifat Contributor says:
    tnx 4 share
    1. farabi Author Post Creator says:
      tnq
  2. Nazim Uddin Contributor says:
    mb lagbe mane net connection lghbe..
    1. farabi Author Post Creator says:
      humm
  3. shahin khuka Contributor says:
    অনেক প্রাইভেট ছবি আছে সেইগুলো যদি এইখানে রাখি তাহলে এর নিরাপত্তক কতটুকু যে অন্য কেউ দেখবেনা বা ভাইরাল হবে না?
    1. farabi Author Post Creator says:
      kichui hobe nah!!! tomar email and pass diye singn up kora thakbe
    2. নাঈম Contributor says:
      ভালো পোস্ট, কিন্তু আপনার ফাইলের সর্বোচ্চ নিরাপত্তা একমাত্র গুগল ড্রাইভ ই দিতে পারে আমি মনে করি☺
  4. Nazim Uddin Contributor says:
    mb lagle ar free ki kore holo
    1. farabi Author Post Creator says:
      100 Gb upload deyar system to dicche!!!!
    2. Nazim Uddin Contributor says:
      তা ঠিক
      আমি আপনাকে বলতে চাচ্চিলাম যে আপলোড করার সময় বা আবার পুনরায় ওখান থেকে নেওয়ার সময় এমবি লাগবে কি না
      যদি এমবি লাগে তাহলে ফ্রি কি করে হলো
    3. farabi Author Post Creator says:
      আরে ভাই!!! ১০০ জিবি মেমোরি তো তোমাকে তারা দিচ্ছে। এবং সেখানে তো তুমি তোমার ফাইল ব্যাকআপ করে রাখতেছো!!! আর তারা তো তোমার সেভ করে রাখতেছে।
      আর পরবর্তীতে তোমাকে ঐ খান থেকে ডাউনলোড তো করতেই হবে।
    1. farabi Author Post Creator says:
      মাথায় সমস্যা অাছে?
  5. Ardid khan@ Contributor says:
    Bro apk te lekha 10gb.ar apne bolsen 100gb.why?ar ekbar upload korle file ta ki ajibon takbe naki kisudin por invalid hoye jabe.
    1. farabi Author Post Creator says:
      kothay lekha paicho 10 gb.? ar invalid hibe kno!!
  6. Ardid khan@ Contributor says:
    Download link e lekha ase: deggo 10gb free cloud storage.ar jante ceyesi je uploaded file kotodin valid takbe.
  7. farabi Author Post Creator says:
    akhon dekho 100 GB lekhar vuk chailo!! ar file aibon thakbe
  8. Santo Razz Contributor says:
    Bro goole drive is best
    1. farabi Author Post Creator says:
      google drive only 20 GB
  9. blackhat Contributor says:
    free kivabe holo?
  10. munnabd93 Contributor says:
    backup korar por app uninstall korle to file pawa jabe na.?
    1. farabi Author Post Creator says:
      humm pawa jabe!!! eamil and pass diye abar login krte hobe!!
  11. Prince EMON Contributor says:
    mone koren amr file 30 mb.backup korle ki 30 mb katbe?
    1. farabi Author Post Creator says:
      No onek kom katbe!!

Leave a Reply