Wavescore কি?

Wavescore তাদেরকে সোস্যাল নেটওয়্যার্ক হিসেবে পরিচয় দেয়। এর আগের নাম ছিল Viewtrackr । এটি একটি ইউজার রেংকিং সাইট। অর্থাৎ এটি আপনার প্রোফাইলকে স্কোর অনুযায়ী Rank করবে । এটি কোন মোবাইল ইন্টারফেস দেয় না। তার মানে আপনাকে PC তে বা মোবাইল ব্রাউজারে ডেক্সটপ ভার্সন দিয়ে দেখতে হবে। 

Wavescore এ সাইন আপ : pc recommended

Wavescore এ সাইন আপ করা একটি গুরুত্বপূর্ণ ধাপ। এজন্য আপনাকে কারো না কারো Affiliated URL ব্যব্যহার করতে হবে। সাইন আপের ধাপগুলো নিচে দেয়া হল

  • এখানে যান Wavescore
  • আপনার ইমেইল এড্রেস, পাসওয়ার্ড ২বার এবং দেশ সিলেক্ট করুন। দেশ সিলেক্ট করার পর আপনার ফোন নাম্বার চাইবে 0 বাদে নাম্বারটি দিন। Verify number এ ক্লিক করুন। আপনার দেয়া নাম্বারে কোড যাবে। কোডটি বসান। তারপর Submit করুন।
  • চেক বক্সেগুলোতে চেক দিন। তারপর Registerএ ক্লিক করুন।
  • Registration Success দেখাবে।

    আপনি চাইলে আপনার ফেইসবুক কানেক্ট করেও একাউন্ট খুলতে পারেন। আপনি ইমেইল ভেরিফাই করে লগিন করুন। 


    কিরকম কাজ করতে হয়?

    Wavescore একটি সোস্যাল মিডিয়া, তারা আপনার ব্যবহারের উপর টাকা প্রদান করবে। এর হোমপেজে আপনি কত স্কোর করেছেন তা দেখতে পারবেন। আপনাকে প্রতিদিন লগিন করার উপর স্কোর দেয়া হবে। প্রতিদিন হোম পেজের উপর কয়েকটি স্লাইডিং ইমেজ আসবে। ডানপাশের নিচে 10 লেখা দেখবেন। এখানে ক্লিক করলে 10 স্কোর পাবেন। এভাবে 20টি ছবিতে ক্লিক করলে পাবেন 200 স্কোর। এভাবে কাজ করা কঠিন। মাস ও লাগতে পারে। আপনাকে রেফার আনতে হবে। যারা প্রতি সপ্তাহে একবার লগিন করে। তাহলে আপনার আয় কয়েকগুন বাড়বে। আপনার টার্গেট দেয়া হবে সেটা পূরন করতে হবে।


    কি পরিমান টাকা পাবেন?

    এটা একটি জটিল বিষয়। কেননা আপনাকে একটি হিসাব/অংক করে বের করতে হবে আপনি কি পরিমান টাকা পাবেন। তবে আমার মনে হয় ৩০$ এর উপর থেকে পেমেন্ট শুরু হয়। এর জন্য একটা বাংলা ভিডিও আছে নিচে লিংক আছে দেখে নিবেন।

    কিভাবে টাকা তুলবেন? 

    প্রথম অবস্থায় তারা শুধু কেনাকাটার জন্য গিফট কার্ড দিবে। তবে একটা ফি দিয়ে টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে আনতে পারবেন। ভয়ের কিছু নেই কেননা ক্রেডিট কার্ড ফ্রিতেই পাওয়া যায়।

    ওয়েভসাইটটিতে দেখলাম টপ 10 এ কয়েকজন বাঙালি আছে। তার মানে বাংলাদেশ থেকে অনেকেই ইউজ করতেছে। এটি 2014 থেকে মনে হয় আছে। তাই বলব কাজ শুরু করুন। একটি বাংলা ব্লগে দেখলাম একজন ১-২ মাসেই ৮০ ডলার পেয়েছেন। স্ক্যাম এর সম্ভাবনা কম। 
    এই ভিডিও টা দেখতে পারেন


    ফেইসবুকের এই গ্রুপে থাকলে এ বিষয়ে আরও জানতে পারবেন। wavescore BD


    5 thoughts on "কিভাবে একটি টীম গঠন করে মাসে ৫০-২৫০ডলার পর্যন্ত আয় করবেন। Wavescore bangla tutorial"

    1. Hridoykid Contributor says:
      Rana vaiya please amar post gulo Review korben abong amake author banaben vaiya ….
    2. DH SAJIB Contributor says:
      eto jamelar dorker nai.. no tnxx
    3. Santo Razz Contributor says:
      bro age bolen apni koren ki? r kaj kore thakle bolen payza te payment hobe?
      1. Himel Chowdhury Contributor Post Creator says:
        Ami kaj kori. Payza the payment dey na
    4. Mizanur.Rahman496 Contributor says:
      payza verification kibabe kore plz bolo?

    Leave a Reply