আসসালামু আলাইকুম!
আপনাদের শিখাবো কি করে TWRP ইন্সটল এবং রুট করতে হয়! তবে এর আগে কিছু কথা বলতেই হয়! এই ফোন সাধারন নিয়মে কেউ রুট করতে পারেনি বলেই কিন্তু আমি শেয়ার করছি… তাই এটাই রুট এবং রিকোভারি ইন্সটল নিয়ে এঈ ফোনের প্রথম পোষ্ট… তাই আমি চাচ্ছি না যে আমার এই পোষ্ট চুরি হোক অথবার কেউ তার নামে চালিয়ে দিক! পোষ্ট চুরি হলে আমি সব সাপোর্ট অফ করে দিতে বাধ্য হবো এই ফোনের! এবং কিছু রম দেয়ার ইচ্ছা আছে! সেগুলো শেয়ার করবো না! আমার পাশে আপনারা থাকলে আমিও থাকবো আপনাদের পাশে! আমিও আপনাদের জন্য করে যেতে চাই!! তবে যদিও কোথায় এই ট্রিক্স শেয়ার করেন অবশ্যই আমার ক্রেডিট দিবেন।  কথা আর না বলে চলুন কাজে!!
রুট এক্সেসের প্রুভ দেখুনঃ
কাস্টম রিকোভারি ইন্সটলঃ
1] প্রথমে Link থেকে Zip ফাইল ডাউনলোড করুন!
2] ডাউনলোড করা Zip ফাইল দুটি আপনার কম্পিউটারে UnZip করুন।
3] এবার UnZip করা ফাইলের ভিতর থেকে “For Windows x32 Bit.exe” ইন্সটল করুন। (Continue Anyway দিতে থাকুন এবং সব শেষে Finish)
4] এরপর SP Flash Tool UnZip করা ফোল্ডার তেকে “flash_tool.exe” তে Right Click করে Run As Administrator সিলেক্ট করে Run করুন।
5] এবার Scatter-Loading ফাইলে “MT6580_Android_scatter.txt” সিলেক্ট করুন।
6] Recovery তে টিক মেরে Location এ ডাবল ক্লিক করুন।
7] এবার যেখানে “Lava_Iris_821_TWRP_by_Rafiul.img” ফাইলটা রেখেছেন সেখান থেকে ফাইলটা সিলেক্ট করুন।
8] এবার “UPDATE-SuperSU-v2.65-20151226141550.zip” ফাইলটা ফোন এর মেমোরি কার্ড এ কপি করে ফোন অফ করে ফেলুন।
9] SP Flash Tool এর উইন্ডোতে দেখবেন “Download” একটা ট্যাব আছে, তাতে ক্লিক করুন।
10] এখন তাড়াতাড়ি আপনার ফোনকে ‘USB Cable’ দিয়ে কম্পিউটারে কানেক্ট করুন। (ফোন যেন অফ থাকে মাস্ট)
11] এখন Flash Process স্টার্ট হবে তারপর Finish হলে USB Cable খুলে ফেলুন।
12] এবার ‘Volume UP + Power Button’ একসাথে প্রেস করে ‘Recovery Mod’ এ যান।
এখন দেখেন TWRP Recovery । তার মানে আপনার ‘Lava_Iris_821’-এ কাস্টম রিকোভারি ইন্সটল করে ফেলেছেন! বাহ!!!!!!!!!!!
এখন আপনি রুট করুনঃ
মনে আছে! “UPDATE-SuperSU-v2.65-20151226141550.zip” ফাইলটা ফোন এর মেমোরি কার্ড এ যে কপি করেছিলেন!! … এখন আপনি TWRP Recovery থেকে Install সিলেক্ট করুন এবং ‘UPDATE-SuperSU-v2.65-20151226141550.zip’… এই ফাইলটি দেখিয়ে দিন। তারপর Successful হওয়ার পর ফোন রিবুট করুন। কাজ শেষ!!
ভালো থাকবেন! আরো ভালো কিছু নিয়ে আসবো যদি আপনারা পাশে থাকেন, ইনশাআল্লাহ্‌!

13 thoughts on "‘Lava_iris_821’ এর জন্য লেটেস্ট কাস্টম রিকোভারি এবং রুট করার টিউটোরিয়াল! [Install TWRP recovery & Root your ‘Lava_Iris_821’]"

  1. Newton Bardhan Contributor says:
    symphony v65 root korte parce na.plz help
  2. @ishan Subscriber says:
    lava 821 ফোনটা কি ভালো??আমি শুনলাম একটু চালালে গরম হয়ে যা
    1. Rafiul Bari Chowdhury Author Post Creator says:
      না! একেবারেই গরম হয়না… আমি তো ইউজ করছি সেই ভাবে…
    2. @ishan Subscriber says:
      আচছা ভাই ফোনটা কিরূপ”মন থেকে বইলেন।আমার জানা মতে এ ফোন ভারতের না।এ ফোনটা বাংলাদেশের আমি এ ফোনটা কিনতে চাইছি”ফোনটা কি ভালো না খারাপ/
  3. Mahmudcnm Contributor says:
    Samsung galaxy j2oof
    রুট করার নিয়মটা কেউ পোস্ট করেন।
    1. Rafiul Bari Chowdhury Author Post Creator says:
      Ask Google.
  4. Shojol Ahmed Contributor says:
    amar lava iris 510 phone ta kingroot diye root na howay kingoroot try kori…root hoy….erpor kisu root er kaj kori…jemon custom recovery dewa, build.prop edit kora etc….ekhon jodi ami unroot korte chai tahole ki amar phone brick hobe????? ar jodi succesfully unroot kori tahole kingroot diye kivabe root korbo????
    1. Rafiul Bari Chowdhury Author Post Creator says:
      Firmware ফ্ল্যাশ দিন! তাহলে রুট থাকবে না! ঠিক ভাবে করতে পারলে ব্রিক হবেনা।
  5. Shojol Ahmed Contributor says:
    kingroot diye root korte chacchi..bt parchi na…kivabe korbo
  6. R.B. Rifat Contributor says:
    lava iris x9 এ TWRP install করব কি করে??
  7. R.B. Rifat Contributor says:
    Status bar টা এমন করব কি করে??
  8. CM EKRAM Contributor says:
    Try kora Root korta na patla kono problem hoba Bai??
  9. রিফাত Author says:
    memory chara hobe na vai

Leave a Reply