আসসালামুআলাইকুম,
বন্ধুরা,
.
.
আশা করি সবাই ভাল আছেন,
.
.
.
এখন আমি আপনাদেরকে দেখাব কিভাবে একটি নস্ট মোবাইল চার্জার ঠিক করবেন।
.
.
.
নোটঃ বর্জপাতের সময় যে গুলো চার্জার নস্ট হয়ে যায় একমাত্র সেগুলোই ঠিক করা যাবে।
মুল কথাঃ
এই কয়দিন বৃস্টি হলো তাতে আমার ৪ টা নতুন চার্জার নস্ট হয়ে গেছে। আপনারা হয়তো এই কথাটা বিশ্বাস করলেন না।
আমার চার্জার গুলো নস্ট হইছে। বৃর্জপাতের কারনে আকাশে যখন মেঘ দাকাদাকি করে তখনি বৃর্জপাত হয় তখন যদি মোবাইল ফোন চার্জ দেওয়া থাকে। মানে বিদ্যুত এর সাথে চার্জার Connect করা থাকে। আমার মনে হয় সবাই বৃর্জপাত বিষয়ে জানেনে যাইহোক আর কিছু বলবনা এই বষয় নিয়ে।
.
.
আমি যেই ট্রিকটা দেখাতে চাচ্ছি সেটা করতে পারবে ম্যাকার রা যারা টুকটাক বারিতে শখে কাজ করেন।
এটা হয়তো সব ম্যাকার ই জানে তবুও পোস্ট করলাম। আপনারা হয়তো বলতে পারেন এইটা একটা ফালতু পোস্ট। বললে কোন সমস্যা নাই কারন আমি এই পোস্ট টা শখে করলাম।
.
.
.
আমার বাড়ির পাশে এক বড় ভাই ম্যাকারি করে তার কাছে আমার নস্ট চার্জারটি নিয়ে গেলাম দেখলাম সে এই ভাবে ঠিক করে দিল
যেইটা এখন দেখাবো।
.
.
এই কাজটি করতে তাতাল এর প্রয়োজন হবে।
.
তো সরাসরি পোস্ট এ নিয়ে যাই আপনার যেই চার্জার টি নস্ট হয়েছে বৃর্জপাতের কারনে সেই চার্জারটির নাট বল্টু সব খুলে ফেলুন।
নিচে লক্ষ করে দেখুন সবুজ চিন্হ করা এইটি পার্চ। আমি জানিনা ম্যাকার এটাকে কি বলে আমি আমার ভাষায় বললা।
যাইহোক,আমার পার্চটা দেখুন ফুটো হয়ে গেছে।
আসলে ওইটা ফুটো হয়েছে বৃর্জপাতের কারনে
এবার উপরে দেখানো ছবি অনুযায়ি পার্চটা খুলে ফেলুন….এবং আর একটা নতুন পার্চ সংযুক্ত করুন।
নিচের ছবির মতো
এবং যখন পার্চ পাল্টাবেন তখন অবশ্যই মিটার দিয়ে মেপে নিবেন।
.
.
এখন নিচের ছবির মতো চার্জারটা ফুল সেটআপ করে ফেলুন।মানে আগের যেগুলো চার্জার থেকে খুলছিলেন
সব নাট বল্টু লাগান।
এখন আপনার চার্জার দিয়ে মোবাইল চার্জ দিন আশা করি কাজ হবে।
.
.
আমি যানি Trickbd তে এই রকম পোস্ট করার কোন নিতিমালা নাই।তবুও পোস্ট করলাম।
ক্ষমা চেয়ে নিচ্ছি।
আর আমি কিন্তু এই পার্চ মিটার সম্পর্কে খুব বেশী অভিক্ষতা নেই। তাই কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ
.
.
.
.
আমার প্রয়োজন পড়লে যোগাযোগ করুন
Facebook
______________________________________________________
plzz review my post and make me tuner.. plz।