Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » আজকের টাকার মান কমে যাওয়ার কারন অনুসন্ধান

আজকের টাকার মান কমে যাওয়ার কারন অনুসন্ধান

কেন একটি দেশের আজকের টাকার মান কমে যায়? এই নিয়ে রহস্যের কোন শেষ নেই। তাছাড়া এটা নিয়ে আমাদের অনেকেরই মনে কৌতুহলের উদ্ভব হয়। এই আর্টিকেলে আলোচনা করা হবে, একটি দেশের টাকার মান কমে যাওয়ার কারন সম্পর্কে।

টাকার মান কমে যাওয়ার অনেক কারণ থাকতে পারে।

আজকের টাকার মান কমে যাওয়ার কিছু কারণ

মুদ্রাস্ফীতি

যখন কোন দেশের বাজারে দ্রব্য ও সেবার দাম দ্রুত বাড়তে থাকে, তখন টাকার ক্রয়ক্ষমতা কমে যাবে এটাই স্বাভাবিক। বাস্তবে আসলে তাই ঘটে দেখা যায় আগে নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে একটি পন্য সংখ্যায় বেশি কেনা গেলেও পরে তা আর সম্ভব হয়না। অর্থাৎ সহজভাবে বলতে গেলে আজকের টাকার মান কমে যায় এভাবেই।

বৈদেশিক মুদ্রার সাপেক্ষে টাকার দাম কমে যাওয়া

যখন একটি দেশের মুদ্রার চাহিদা কমে যায় অথবা অন্য দেশের মুদ্রার চাহিদা বাড়ে, এবং এতে করে সে দেশের অভ্যন্তরে ব্যবহারের জন্য যে মুদ্রা থাকে, সেটার মান একেবারে কমে যায়, বা আগের চেয়ে কমে যায়।

সরকারের অর্থনৈতিক নীতি

সরকারের অর্থনৈতিক নীতি যেমন অতিরিক্ত টাকা ছাপা, ব্যাংকের সুদহার পরিবর্তন ইত্যাদি টাকার মানকে প্রভাবিত করতে পারে।

আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, যুদ্ধ ইত্যাদি ঘটনাও টাকার মানকে প্রভাবিত করতে পারে। এবং এই কারনেও কোন দেশের অভ্যন্তরে টাকার মান মারাত্নকভাবে ধ্বসে পড়তে পারে।

টাকার মান কমে যাওয়ার যে সমস্ত নেতিবাচক প্রভাব পড়তে পারে

যখনই কোন দেশের অভ্যন্তরে টাকার মান কমে যাবে, তখন সেই দেশের অভ্যন্তরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে।

এবার এখানে আজকের টাকার মান কমে যাওয়ার যে সমস্ত কারণ এখানে বর্ণনা করা হয়েছে,  সে সমস্ত কারণ এর বিপরীতে কোন একটি দেশের অভ্যন্তরে টাকার মান বেড়ে যেতে পারে।

আজকের টাকার মান কিছু দেশের (২৬ ডিসেম্বর ২০২৪)

মুদ্রা ব্যাংক রেট এক্সচেঞ্জ রেট
আমেরিকা ১১৯ টাকা ৩১ পয়সা। ১২১ টাকা ৭০ পয়সা।
ইউরোপ ১২৪ টাকা ২২ পয়সা। ১২৬ টাকা ৭০ পয়সা।
যুক্তরাজ্য ১৫২ টাকা ২৪ পয়সা। ১৫৫ টাকা ২৮ পয়সা।
সৌদি আরব ৩১ টাকা ৭৭ পয়সা। ৩২ টাকা ৪১ পয়সা।
সংযুক্ত আরব আমিরাত ৩২ টাকা ৪৮ পয়সা। ৩৩ টাকা ১৩ পয়সা।
বাহরাইন ৩১৬ টাকা ২২ পয়সা। ৩২২ টাকা ৫৫ পয়সা।

তথ্যসুত্র: আজকের টাকার মান

বি:দ্র: টাকার মান যেকোনো সময় কমে যেতে পারে কিংবা বৃদ্ধি পেতে পারে।

1 month ago (Dec 26, 2024)

About Author (19)

Parvez
author

নিজের একটা ছোটখাটো পরিচয় তৈরী করতে, এখনো ভীষণভাবে মরিয়া!!

Trickbd Official Telegram

One response to “আজকের টাকার মান কমে যাওয়ার কারন অনুসন্ধান”

Leave a Reply

Switch To Desktop Version