কাজের কথায় আসি! ফারাবি ভাই আর আরিফ ভাই ফেবু ফ্রেম নিয়ে পোস্ট করার পরে দেখলাম অনেকেই চাইছে যে ফটো ফ্রেম বানানো নিয়ে একটা পোস্ট হউক! তাই লিখতে বসে গেলাম!
উপকরন: কিছু অসাধারণ ছবি যেগুলি আপনাকে বিভিন্ন যায়গা থেকে সংগ্রহ করতে হতে পারে!.. আর Picsart.apk,
রুচিশীল মানসিকতা!. আর এই পোস্ট টা পড়ার ও ধৈর্য ধরে তা অনুযায়ি কাজ করার ক্ষমতা!
ধাপ=১ঃ
PICS ART ওপেন করে Draw তে ক্লিক করুন!
ধাপ ২ঃ তারপর Create New তে ক্লিক করে 1024*1024 মাপ নিয়ে সদা পেজ সিলেক্ট করুন আর উপরে “→” এই চিনহে সিলেক্ট করে চলে যান!
ধাপ৩ঃ তারপর আপনার লেয়ার সিলেক্ট করে তা সবটাই মুছে দিন!
আর আবার √ বা → এটাতে ক্লিক করার পর Edit image এ ক্লিক করুন.
]
ধাপ ৪ঃএবার আপনি গেলারি থেকে থেকে একটা লম্বা মতন পিক আনুন যেটা আপনি ফটো ফ্রেম এ যোগ করতে চান! এবার তার opacity কমিয়ে দেবেন! আর আবার ক্লিক করুন আর স্ক্রিনশট দেখুন!.
]
ধাপ ৫ঃ এভাবে স্বচ্ছ ছবি বানাতে স্ক্রিনশট ফলো করুন।।।
শোনেন ভাই পোস্ট যদি ভাল না লাগে তাও বলতে পারেন আর না বুঝলে সেটাও আর তা অবশ্যই শালিনতার মধ্যে থেকে!
আর যারা নতুন তাদের একটু কষ্ট করতেই হবে,, তবে যারা একটুও পারে তাদের জন্যই এই পোস্ট!
Full credit sk sharif
Find Me On Facebook
our website tipshurry.ml please visit for trickbd id
kuthay
পিকঅার্ট ত অনলাইন ছাড়া লোড করতে পারে না!
মানে ফুল ডাটা সহ অফলাইন কোন পিকঅার্ট এপস আছে কি?
আমার ত হয় না