আমার মোবাইল এ আজকে চার্জ দেওয়ার সাথে সাথে কিছুক্ষন মোবাইলে গেম খেলার পর মোবাইলের স্ক্রিন মাঝে মাঝে সাদা কালো হয়ে জলে উঠছে। এক মেকানিকের কাছে গিয়ে মোবাইলের এর ডিসপ্লেই এর সমস্যা হয়েছে নাকি জানতে চাইলে সে বলে মোবাইলের সফটওয়্যার গিয়েছে। আমি জানতে চাইলাম কি সফটওয়্যার? উত্তরে সে বলে কম্পিউটার এ যেমন উইন্ডোজ গেলে কম্পিউটার চলে না তেমন মোবাইল এর অই সফটওয়ার গেলে মোবাইলের সমস্যা দেখা দেয়। এখন কি করবো? সফটওয়্যার কিভাবে দিবো এবং সফটওয়্যার টি কোথায় পাবো কেউ সহোযোগিতা করেন। আর মোবাইলের অন্যকোনো সমস্যা নাকি?
Share:
সার্চ করুন এভাবে “Stock firmware for Symphone h175”
ফোনের হার্ডওয়ার নাকি সফটওয়ার এ সমস্যা তাই বুঝতে পারেন না….আবার আপনি অথর।
charge hoy na ki korbo bhai