আজকের দিনে ডিএসএলয়ার এর দাম অনেক। ডিএসএলার এমন একটা ক্যামেরা, যা দিয়ে একটা খারাপ চেহারার মানুষ যদি ফোটো তুলে তাকে নায়ক এর মতই লাগে। তাই এর চাহিদাও প্রচুর। যারা দরিদ্র,মধ্যবিত্ত তারা এই কাছে যাওয়া অনেক কস্ট। অনেকে কস্ট করে বন্ধ পা-হাত ধরে একটা পিক তুলে। এখন থেকে আর পা-হাত ধরা লাগবে না। যদি আমার এই টিউটোরিয়াল টি দেখেন। আমার এই টিউটোরিয়াল দিয়ে আপনি আপনার সাধারন মোবাইল পিক দিয়ে ডিএসএলার এর মতনই করতে পারবেন। তো আর বক বক করবো না। চলুন কাজে লেগে পড়ি।
App name :Picsart
Size: 29 Mb
প্রথমে গুগল প্লে স্টোর থেকে app টি ইন্সটল করে নিবেন।যেহেতু বেশি ss দেয়ার নিয়ম নাই তাই ss কম দেয়ার চেস্টা করব।
প্রথমে Gallery>আপনি যেই ফোটো টা ইডিট করবেন>share>Picart>cutout
এবার কাট আউট এ তো এলেন এখন আপনার ফোটোর background গুলো মুছে দিন। তার পর সেভ করে দিন।
নিচের মত হলেই হবে।
তারপর মিনিমাইজ করে বেরিয়ে আসুন। এবার ফেজবুক বা গুগল থেকে এমন একটি ফটো ডাওনলোড করুন যাতে আপনার আগের সেভ করা পিক দিয়ে ডেকে দেয়া যায়। যেমন:
এবার gallery>আপনার ডাওনলোড করা পিক>share>picsart>tools>colone
এখন ডাওনলোড করা ফোটোতে যেই লোক আছে তার মাথা,হাত,গার কোলোন করে মুছে ফেলুন। যেমন:
কোলোন করা হয়ে গেলে টিক দিয়ে একটু বেরিয়ে এসে দেখবেন add photo লেখা আছে তাতে ক্লিক করে আপনার আগে ফোটো টি সমান ভাবে লাগিয়ে দিয়ে সেভ করে দিন। যেমন:ব্যাস কাজ শেষ।? না বুজলে ভিডিও টি দেখতে পারেন:
সময় পেলে আমার নতুন ইঊটিউব চেনেল ভিউ করবেন।
না বুজলে কমেন্ট করুন আমি সব সময় রিপ্লে দেয়ার চেস্টা করি।
parle kivabe khub valo kore photo kat te hoi seita bolen.