মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অফিসে না,যেয়ে অফিসের কাজ করছেন। আমার মনে হয় যোগাযোগ ক্ষেত্রে ততটা উন্নত ছিলোনা। কয়েক বছর আগে শুধু ধনি মানুষেরা মোবাইলফোন ব্যবহার করতো। এই মোবাইলফোন ব্যবহার করে একদেশ থেকে অনন্য দেশে যোগাযোগ করা যায়। আপনারা সবাই জানেন Bluetooth,Wi-Fi কতটুকু জায়ায়গায় পাওয়া যায়। ডাউনলোড লিংক_
আপ্সটি দিয়ে কি কি করতে পারবেন: তার পর তার পর দুইটি মোবাইলে এই সেটিংস করে নিন। সৌজন্যে:
আমরা মোবাইল দিয়ে বিভিন্ন কাজ করে থাকি।
মোবাইলফোন,কম্পিউটার,ইন্টারনেট আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে।
আজ থেকে ভেবে দেখুন ৫০ বছর আগে কি ছিলো আমাদের এই দেশ বাংলাদেশ।
কিন্তু মোবাইলফোন,কম্পিউটারে দাম কম হওয়ার কারনে এখন আমাদের সবার হাতেই একটি করে মোবাইল ফোন রয়েছে।
এই APPS দিয়ে BLUETOOTH,Wi-Fi,Hotspot কানেক্ট করে কথা বলা যায়।
তবে আপ্সটি অনেক কাজের দেখলেই বুঝতে পারবেন।
যেইটুকু দূরত্ব Bluetooth বা Wi-Fi পেয়ে থাকি অনন্য কোনো মোবাইলে কানেক্ট করে কথা বলতে পারবেন।
*ভিডিও কল।
*অডিও কল।
*এবং Chat করতে পারবেন।
*দুইটি মোবাইলফোন লাগবে।
নিচের ধাপ অনুসরণ করুন:
চিত্রে Android 2 লেখা মানে আপনার বন্ধুর মোবাইল এবং Android 1 আপনার মোবাইল।
আশা করি বুঝতে পারছেন।
ধন্যবাদ
Share:
আর কারো কাছে খারাপ লাগতে পারে।
ধন্যবাদ।
তবে ৫০-৬০ গজ জাগার মধ্যে কথা বলতে পাবেন।
দামী মোবাইলে ভালো কাজ করে।
ধন্যবাদ।