আজকে আমি আরেকটি ওয়েবসাইট বিষয়ক পোস্ট নিয়ে হাজির হয়েছি। সেগুলো হলো বাংলাদেশের শিক্ষাবিষয়ক ওয়েবসাইট। আমরা যারা বিভিন্নভাবে শিক্ষার সাথে জড়িত। তাদের সবসময় এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে হয়। যেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এতে করে আপনি এই ওয়েবসাইটগুলোর লিংক আপনার সংগ্রহে রাখলে, পরবর্তীতে সহজেই দরকার অনুযায়ী ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং সাইটগুলোতে ভিজিট করে নোটিশসহ বিভিন্ন ধরনের তথ্য ও শিক্ষা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজ করতে পারবেন। তো চলুন সেই দরকারি ওয়েবসাইটগুলোর লিংক নিচে থেকে জানা যাক।

শিক্ষা মন্ত্রণালয় : বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এই www.moedu.gov.bd ওয়েবসাইট।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট লিংক হলো www.mopme.gov.bd এটি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর : www.dshe.gov.bd এটি হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর : www.dpe.gov.bd এটি হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (ন্যাপ) : জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর ওয়েবসাইট www.nape.gov.bd এটি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন : www.ugc.gov.bd এটি হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট।

ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিংক হচ্ছে www.du.ac.bd এটি।

জাতীয় বিশ্ববিদ্যালয় : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হলো দুইটি। একটি হলো www.nu.edu.bd আর আরেকটি হলো www.nubd.info

ইসলামি বিশ্ববিদ্যালয় : ইসলমামি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দুইটি। একটি হলো www.iu.ac.bd আর আরেকটি হলো www.iubd.net দুটো সাইট থেকেই ভিজিট করা যাবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : www.bou.edu.bd বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড : মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইট লিংক www.educationboard.gov.bd এটি।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট লিংক www.bmeb.gov.bd

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bteb.gov.bd লিংক।

ঢাকা শিক্ষা বোর্ড : মাধ্যমিক স্কুলের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd লিংক।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড : মাধ্যমিক স্কুলের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bise-ctg.gov.bd লিংক।

রাজশাহী শিক্ষা বোর্ড : মাধ্যমিক স্কুলের রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.rajshahieducationboard.gov.bd লিংক।

সিলেট শিক্ষা বোর্ড : মাধ্যমিক স্কুলের সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট <b<www.bise-sylhet.gov.b লিংক।

কুমিল্লা শিক্ষা বোর্ড : মাধ্যমিক স্কুলের কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.comillaboard.gov.bd লিংক।

দিনাজপুর শিক্ষা বোর্ড : মাধ্যমিক স্কুলের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dinajpureducationboard.gov.bd লিংক।

এডুকেশন রেজাল্ট : রেজাল্ট পাবলিশ বিষয়ক ওয়েবসাইট লিংক www.educationboardresults.gov.bd এটি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড : www.nctb.gov.bd জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট।

ই-বুক : স্কুল এবং মাদ্রাসার সকল শ্রেণির অনলাইন বই বিষয়ক ওয়েবসাইট www.ebook.gov.bd এটি।

শিক্ষক বাতায়ন : শিক্ষকদের তথ্যবিষয়ক ওয়েবসাইট www.teachers.gov.bd এটি।

কেমন লাগলো পোস্টটি? এই বিষয়ে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর বাংলাদেশী ডেভেলপারদের তৈরি করা সফটওয়্যার ও গেমস সম্পর্কে জানতে এই www.banglarapps.epizy.com ওয়েবসাইটে ভিজিট করুন।

7 thoughts on "বাংলাদেশের শিক্ষাবিষয়ক দরকারি সকল সরকারি ওয়েবসাইট!"

  1. Sujoykp2 Contributor says:
    valo,,,অনেক সময় কাজে লাগে,,
    1. Mahbub Pathan Author Post Creator says:
      hmm thanks
  2. MdNasir Hussain Contributor says:
    Hsc.alim.book paya jabe..vaiya..
    1. Mahbub Pathan Author Post Creator says:
      mone hoy na. tobe khuje dekhte paren.
  3. Mr. Rocky Contributor says:
    Vai post ti ami korci.apni abar korte gelen kno?
    1. Mahbub Pathan Author Post Creator says:
      apni kothay korlen?
  4. Mr. Rocky Contributor says:
    আমার প্রোফাইল চেক করুন

Leave a Reply