গান শোনা সবার পছন্দ। পছন্দের গানের শুধু বাজনা আমরা মাঝে মাঝে খুজি। অর্থাৎ, গানের কথা থাকবে না, শুধু বাজনা থাকবে।
এজন্য আমরা অনেকে এপস দিয়ে গান থেকে কথা আলাদা করার চেষ্টা করি। কিন্তু, এভাবে বিশ্রি সাউন্ডের বাজনা তৈরি হয় এবং সেগুলো লো কোয়ালিটির।
তাই আজকে পছন্দের গানের শুধু মিউজিক/বাজনা HD কোয়ালিটিতে নেয়ার সহজ কৌশল নিয়ে এলাম।
Method
প্রথমে গুগলে যান। এখন যে গানের শুধু মিউজিক চান, “সেই গানের নাম+ karoke/instrumental” লিখে সার্চ দিবেন।
যেমনঃ “amar sonar bangla karoke”
বা,
” amar sonar bangla instrumental”
এরকম।
শুধু গানের নামের শেষে “karoke version, karoke mp3, instrumental” এরকম যুক্ত করে দিবেন।
তারপর সার্চে চলে আসবে। আর ডাউনলোড করে শোনেন hd তে মিউজিক।।
বিঃদ্রঃ এভাবে হরহামেশা যেকোনো গানের karoke পাবেন না। তবে জনপ্রিয় সকল গানের মিউজিক পাবেন।
স্ক্রিনশট দেখে ক্লিয়ার হয়ে নিন
গানের মিউজিক পেতে সমস্যা হলে বলবেন।
আমার ফেবু
thank you so much
eta to sobay jane je kivabe search dite hoy,,,
apni valo kono site er name dite parten jetate karoake pauaa jay…
bt tau thanks share korar jonno..
আর মিউজিক ভার্সন ডাউনলোডের জন্য বিদেশী কয়েকটা ভালো সাইট আছে। কিন্তু সেখানে বাংলা গান পাওয়া যায় না, আর সব গানও পাওয়া যায় না। তাই গুগলে এভাবে সার্চ দেয়ার উপায়টাই ভালো।
যাইহোক, ধন্যবাদ পরামর্শ দেয়ার জন্য।
আর আপনি যে এপ্স নিয়ে পোস্ট দিছেন। যদিও আগেও একজন ওটা নিয়ে পোস্ট করেছিলো। বাট নাইস। tnx vai