আসসালামু ওয়ালাইকুম অরাহমাতুল্লাহি অবারাকাতু!!!
আমি অনেক কষ্ট করিয়া বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান হইতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( ICT) আইন ও প্রণয়ন সম্পর্কে ধারনা এবং হুবুহু আইন গুলো নিজ হাতে ২ য় বার লিখিয়া আপনাদের নিকট উপস্থাপন করিলাম
আশা করি একটু সময় নিয়ে আপনি কি অপরাধী বা আজ পর্যন্ত অনলাইনে কোনো অপরাধ করিয়াছেন কিনা তা নির্নয় করিতে পারিবেন
তথ্য অধিকার আইন -২০০৯ হইতে নিচের আইন গুলো যদি লংঘন হয় তাহা হইলে আপনি একজন অপরাধী
১) কোনো তথ্য প্রকাশের ফলে বাংলাদেশের নিরাপত্তা, অখন্ডতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখে পড়িতে পারে এই রুপ তথ্য।
২) পরাষ্ট্রনিতির কোনো বিষয় যাহার দ্বারা বিদেশি রাষ্ট্রের অথবা আন্তর্জাতিক কোনো সংস্থা বা আঞ্চলিক কোনো জোট বা সংগঠনের সহিত বিদ্যমান সম্পর্ক ক্ষুন্ন হইতে পারে এমন তথ্য।
৩) কোনো বিদেশি সরকারের নিকট হইতে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য।
৪) কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ৩য় পক্ষের বুদ্ধিবৃত্তি সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হইতে পারে এই রুপ বাণিজ্যিক বা ব্যবসায়িক অন্তনিহির্থ গোপনীয় বিষয়ক, কপিরাইট বা বুদ্ধিবৃত্তিকক সম্পদের সম্পর্কিত তথ্য।
৫)কোনো তথ্য প্রকাশের ফলে কোনো বিশেষ ব্যক্তি বা সংস্থাকে লাভবান বা ক্ষতিগ্রস্ত করিতে পারে এইরুপ তথ্য
৬) কোনো তথ্য প্রকাশের ফলে প্রচলিতো আইন প্রয়োগ বাধা গ্রস্ত হইতে পারে বা অপরাধ বৃদ্ধি পাইতে পারে এইরুপ তথ্য।
৭)কোনো তথ্য প্রকাশের ফলে ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুন্ন হইতে পাড়ে এইরুপ তথ্য।
৮) কোনো তথ্য প্রকাশের ফলে জনগনের নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে বা বিচারাধিন মামলার সুষ্ঠ বিচার কার্য ব্যহত হইতে পারে এইরুপ তথ্য।
৯)কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ব্যক্তির জিবন বা শারিরিক নিরাপত্তা বিপদাপন্ন হইতে পারে এইরুপ তথ্য।
১০) আইন সংস্থার সাহায়তার জন্য কোনো ব্যক্তি ক্রিতক গোপনে প্রদও কোনো তথ্য।
১১) আদালতে বিচারাধিন কোনো বিষয় এবং যাহা প্রকাশে আদালত বা ট্রাইব্যুনাল নিষেদ্ধাজ্ঞা রয়েছে অথবা যাহার প্রকাশ আদালত অবমাননার শামিল এইরুপ তথ্য।
১২) তদন্তাধিন কোনো বিষয় যাহার প্রকাশ তদন্ত কাজে বিঘ্ন ঘটাইতে পারে এইরুপ তথ্য।
১৩)কোনো অপরাধের তদন্ত পক্রিয়া এবং অপরাধির গ্রেফতার ও সাস্থিকে প্রভাবিতো করিতে পারে এইরুপ তথ্য।
১৪) আইন অনুসারে কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রকাশের বাধ্যবাধকতা রহিয়াছে এইরুপ তথ্য।
১৫) কৌশলগত ও বাণিজ্যিক কারণে গোপন রাখা বাঞ্ছনীয় এইরুপ কারিগরি বা বিজ্ঞানিক গবেষণালব্দ কোনো তথ্য।
১৬) কোনো ক্রয় কার্যক্রম সম্পুর্ন হইবার পুর্ব বা উুক্তবিষয় দিদ্ধান্ত গ্রহনের পুর্বে সংশ্লিষ্ট ক্রয় বা উহার কার্যক্রম সংক্রান্ত কোনো তথ্য।
১৭) জাতিয় সংসদের বিশেষ অধিকার হানির কারণ হইতে পারে এইরুপ তথ্য।
১৮) কোনো ব্যক্তির আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় তথ্য।
১৯)পরিক্ষায় প্রশ্নপত্র বা পরিক্ষায় প্রদও নম্বর সম্পর্কিত আগাম তথ্য।
২০) মন্ত্রিপরিষদ বা ক্ষেত্রমতে, উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনিয় সার- সংক্ষেপসহ আনুষঙ্গিক দলিললাধি এবং উক্তরুপ বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত সংক্রান্ত কোনো তথ্য।
২০১৪ তে আরো কিছু আইন প্রনয়ন করা হইয়াছে উক্ত আইন গুলোর মধ্য বিশেষ ভাবে জোর দেওয়া হইয়াছে ১ টি আইনের উপর
(*) কোনো বিশেষ ব্যক্তি, বস্তু, প্রতিষাঠানের ছবি, ভিডিও, বা অডিও এর উপর ছেরক্ষার করে অনলানে প্রকাশ ক্রিতো তথ্য।
উক্ত আইন গুলো একমাত্র দেশের চলমান সরকার প্রয়োজন এর খাতিরে করিতে পারিবে ব্যবহার।
এই আইন গুলো যদি অন্য কারো দ্বারা লংঘিতো হইয়া থাকে তাহাকে আইনিয় আওতায় আনা হইবে।
অনেক কষ্ট করিয়া এই পোস্ট খানা লিখায়াছি যদি ইচ্ছা হয় তবে একটি ধন্যবাদ হইলেও দিবেন
সুত্রঃ ICT Devotion ( তথ্য ও যোগাযোগ মন্ত্রনালায় হইতে সংগ্রহীত )
কপি করিলে ক্রেডিট দিবেন অবশ্যই ( তানভীর হোসেন রাকিব – Vïllâïñ Ix Rêñdér)
Thank You এতো কষ্ট করিয়া পোস্ট টা পরিবার জন্য☺
দুঃক্ষিতো পোস্ট টা অনেক বড় লিখিতে অনেক সময় লাগিয়াছে তাই আপনাদের অনেক ভুল বানান উপহার দিয়েছি অতএব একটু বানান গুলো বুঝে নিবেন
But tnx.
তাই তো কষ্ট করে লিখা
তাই তো কষ্ট করে লিখা
তবে আপনার ফ্রিনেট ব্যবহার এর কারনে যদি কোনো প্রতিষ্ঠানের কোনো ক্ষতি সাধন হয়ে থাকে তহলে এটা সাইবার ক্রাইম বলে অবাহত হইবে
আর আপনি তো কন্ট্রিবিউটর পারিলে লেখা গুলো সাধু ভাষা থেকে চলিতো করে দেখান!
তারপর বুজিবেন বছরে কয়দিন আছে
একদিন তো মরেই যাবো….
ICT অপরাধী নতুন আবিষ্কার করলেন নাকি! Anyway Nice! ✌
ইহার কারণে চুক্ষে জল চলিয়া আসিল ভ্রাতা