শুরুতেই অনেক ভাবতে পারেন ল্যান্ডিং পেজ (Landing Page) কি?

এই ল্যান্ডিং পেজ মুলত একটা ফোকাস ওয়েব পেজ, যেখানে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে ফোকাস থাকে যা শুধুমাত্র আপনার সার্ভিস পেজে ভিজিটর সংগ্রহ বা ভিজিটর থেকে সেল বা লিডে কিংবা এই জাতিয় কিছু কনভার্ট করার কাজে ব্যবহৃত হয়।

ল্যান্ডিং পেজ কে অন্যান্য ওয়েব পেজ থেকে আলাদা করে প্রধানত এর ফলাফল।

ল্যান্ডিং পেজ সম্পর্কে আরও সহজ ভাষায় বলতে হলে বলবো…

আপনার ভিসিটররা আপনার সাইটে যে পেজে ল্যান্ড করবে সহজ কথায় সেটাই হলো আপনার ল্যান্ডিং পেজ।

এক কথায় ল্যান্ডিং পেজ হচ্ছে এমন একটি পেইজ যেখানে আপনি আপনার কাস্টমারকে পাঠান এবং লোভনীয় অফার দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে আগ্রহী করে তুলে তাকে সেই অফারে রেজিস্ট্রেশান করান বা প্রডাক্ট ক্রয় এই জাতিয় অন্য যে কোন কিছু করান।

এই ল্যান্ডিং পেজ এইচটিএমএল ব্যবহার করেও আর্কষনীয় ভাবে তৈরি করা যায়,,তবে তা খুবই ঝামেলার ব্যাপার এবং সে ক্ষত্রে আপনাকে পেইড করতে হবে।

তাই আজ আমার দেখবো কিভাবে সাদামাটা কিন্তু প্রফেশনাল মানের সুন্দর এবং কাজের উপযোগি একটি ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করা যায়।

আমি প্রতিটা পর্বে বিস্তারিত বলবো কিভাবে আপনি এই পেজটিকে ব্যবহার করে উপকৃত হতে পারেন।

এই পেজ মূলত মার্কেটিং এর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, তবে আমি দেখাবো কিভাবে এইটা দিয়ে আপনি আমি সকলেই ব্যবহার করে উপকৃত হতে পারি।

তাহলে শুরু করা যাক:-

প্রথমে নিচের লিংকে অথবা গুগলে গিয়ে সার্চ করুন Insta page লিখে।

লিংক

এরপরে ডানদিকের থ্রিডট এ ক্লিক করে Sign up এ ক্লিক করুন। এবং সব তথ্য দিয়ে পুরন করুন এবং SIGN UP ট্যাব করুন।

এখানে আপনাদের সুবিধার জন্য বলে রাখা ভালো, ই-মেইল এর স্থানে যে কোন একটি ই-মেইল দিলেই হবে। কারন এখানে কোন ভেরিফিকেশন কোড এর প্রয়োজন নেই।

তবে চেষ্টা করবেন মনে রাখা যায় এমন একটি ই-মেইল ব্যবহার করার জন্য।

Sign up করার পরে নিচের মতো করে টাইটেল এবং বাকি সব আপনার ইচ্ছে মতো করে পুরন করে FINISH লিখাতে ক্লিক করুন।

তারপরে নিচের মতো করে সিলেক্ট করে অথবা ইচ্ছে মতো সিলেক্ট করে LET’S GO তে ট্যাব করুন।

তাহলেই আপনার ল্যান্ডিং পেজ এর একাউন্ট তৈরি হয়ে যাবে।

পরবর্তি পোষ্টে দেখাবো কিভাবে ল্যান্ডিং পেজ ইডিট করবেন এবং আরও সুন্দর করে তুলবেন।

আর কেমন লাগলো আজকের এই পোষ্ট তা অবশ্যই জানাবেন।

ধন্যবাদ।

22 thoughts on "[FREE][Part-1] সম্পূর্ন ফ্রি তৈরি করুন চমৎকার সুন্দর ল্যান্ডিং পেজ (Landing Page)।"

  1. Arshad Prottoy Contributor says:
    bistarito dile bhalo hoto!
    1. SajibDas Author Post Creator says:
      ব্রাদার পর্যায়ক্রমে দেওয়া হবে।
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ
    1. SajibDas Author Post Creator says:
      ♥ ♥
    1. SajibDas Author Post Creator says:
      wlc bro
  2. MD SADIK SK Contributor says:
    hmm bro.download site er kono kaje lagbe ata?
    1. SajibDas Author Post Creator says:
      হুমম,,,লাগবে পরিবর্তে কোন একটি পোষ্টে এই সব বিয়ষ নিয়ে আলোচনা করবো,,,সাথেই থাকুন।
  3. CoCKroAcH Author says:
    hmmm jani .
    tanvirrasel vai ei video dekhci . o ni onnek valo kore bujan video te .
    nc post.
    1. SajibDas Author Post Creator says:
      ওও!! তাই নাকি।
      ধন্যবাদ।
    1. SajibDas Author Post Creator says:
      ki?
    2. Physisist Mashrafi Author says:
      Video এর view বারছেনা।
    3. SajibDas Author Post Creator says:
      কার ভিডিও কিসের ভিডিও আর লিংক কেন দিচ্ছেন???
    4. SajibDas Author Post Creator says:
      এই সব লিংক দেওয়া স্প্যাম এর অধিনে পরে,,,ব্যান হতে পারেন,সাবধান।
    5. Physisist Mashrafi Author says:
      ও জানি কিন্তু কি করব জিদ্দে দিয়ে দিসি।
    6. SajibDas Author Post Creator says:
      ভাই আমাও চ্যানেল আছে বাট পোষ্টের শেষে আমি কিন্ত অড করি না,,,
    7. SajibDas Author Post Creator says:
      মাথা ঠান্ডা রাখুন তা না হলে ট্রিকবিডির আইডিটাও হারাবেন।
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ।

Leave a Reply