আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে প্রায় দীর্ঘ দুই বছর পর ট্রিকবিডিতে লিখতে বসলাম। অনেক নিয়ম কারন এখন ভুলে গেছি তাই অনেক কিছু ভুল হতে পারে সবাই ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ম্যাপ এ যেকোনো লোকেশন এড করা যায়। আজকের টিউটোরিয়াল থেকে আপনারা স্কুল-কলেজ কফিশপ হসপিটাল নাইট ক্লাব শপিংমল ইত্যাদি যেকোনো লোকেশন গুগল ম্যাপ এ অ্যাড করতে পারবেন। তো বেশি বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না তো চলুন সরাসরি কাজে চলে যাই।
এই কাজটি আমরা আমাদের এন্ড্রয়েড মোবাইল থেকেই করতে পারব।এজন্য আমাদের প্রথমে প্রয়োজন গুগল ম্যাপ অ্যাপস। গুগল ম্যাপ অ্যাপস টি সবার মোবাইলে ডিফল্ট হিসেবেই দেওয়া থাকে। যদি গুগল ম্যাপ অ্যাপস টি আপনার মোবাইলে ডিফল্ট হিসেবে দেওয়া না থাকে সে ক্ষেত্রে আপনি গুগল ম্যাপ অ্যাপস টি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন।
অ্যাপসটি ওপেন করার পর স্ক্রিনশট গুলো দেখুন ??










ব্যস্ততার কারণে ডিটেলস লিখতে পারলাম না। স্ক্রিনশট দিয়ে সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরও যদি কারও বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ??
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=WjaJXQMQaYk
বিশেষ দ্রষ্টব্য:::: গুগল ম্যাপে এখনো বাংলাদেশ থেকে হোম অ্যাড করা যায়না। অন্যদেশ থেকে হোম অ্যাড করা যায় কিনা এটা আমি সঠিক জানিনা।
যেকোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন
আমার ফেসবুক আইডি
এতক্ষণ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ??
এটা সবাই জানে।
পোষ্টের রিপ্লাইও দিতে পাড়ছেন না!!:P