মুভি প্রেমীদের জন্য নিয়ে হাজির হলাম ২০১৮ সালের সেরা ৩ টি হলিউড সাইন্স-ফিকশন মুভি
আপনি দেখেছেন তো?
নয়তো দেখে নিন কারন ডাউনলোড লিংক সাথে English+Hindi দুটি ভাষা তো আছেই
আজকে আমি আপনাদের সাথে ৩ টি হলিউড মুভি নিয়ে আলোচনা করবো। আপনি যদি মুভি প্রেমী হয়ে থাকেন তবেন মিস করবেন না।
3. Black Panther (2018)
Black Panther
প্রকাশের তারিখ: ২৯ জানুয়ারী ২০১৮ ইং
ধরন: অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সাইন্স-ফিকশন
পরিচালক: Ryan Coogler
তারকা: Chadwick Boseman, Michael B. Jordan, Lupita Nyong’o
বাজেট: ২০০ মিলিয়ন ইউএসডি
বক্স অফিস: ১.১৮৫ বিলিয়ন ইউএসডি (১৮ মার্চ ২০১৮ ইং পর্যন্ত)
ভাষা: হিন্দী এবং ইংরেজী ( Original Audios )
ভিডিও কোয়ালিটি: BRRip 480p
মুভি সারাংশঃ টি চাল্লা তার পিতার মৃত্যুর পর, আফ্রিকার দেশ ওয়াকান্ডায় ফিরে আসেন এবং রাজা হিসাবে তাঁর অধিকার প্রতিষ্ঠা করেন। যখন শক্তিশালী শত্রু হঠাৎ আবির্ভূত হয় তখন টি চাল্লা রাজা হিসেবে পদমর্যাদা – এবং ব্ল্যাক প্যান্থার হিসাবে নিজেকে তুলে ধরতে তাদের রীতি অনুযায়ী শক্তির পরীক্ষায় অংশগ্রহন করেন। বিশ্বাসঘাতকতা এবং বিপদের সম্মুখীন, তরুণ রাজা তার সহযোগীদের আহ্বান জানান এবং তার শত্রুদের পরাজিত করে এবং তার লোকদের নিরাপত্তা নিরাপদ করার জন্য Black Panther চেষ্টা চালিয়ে যেতে থাকেন, বিস্তারিত মুভিটির ভিতরে……
এবার আপনি যদি ডাউনলোড করতে চান তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিংক 423MB
2. Pacific Rim 2: Uprising (2018)
মুভিটি মুক্তি পেয়েছে ২১শে মার্চ ২০১৮ ইং ( বেলজিয়াম )
পরিচালক: Steven S. DeKnight
প্রযোজক: John Boyega, Guillermo del Toro, Femi Oguns, Thomas Tull, Mary Parent, Jon Jashni, Cale Boyter
বাজেট: ১৫০ থেকে ১৭০ মিলিয়ন ডলার
বক্স অফিসঃ ২৮৮.৪ মিলিয়ন ডলার এখন পর্যন্ত
মুভি সারাংশঃ জেক প্যাটারিকোস্ট একজন দক্ষ ও প্রতিশ্রুতিশীল জেহাদ পাইলট, যার কিংবদন্তি পিতা Monstrous Kaiju মানব জাতিকে ধ্বংস হতে নিরাপদ করার জন্য তার জীবন দিয়েছেন। জেকে এখন যতক্ষানি পারে এসব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। কিন্তু সে না চাইলেও তার চোখে ধরা পড়ে এক মেয়ের কীর্তি কারখানা রোবট বানানো এবং চালানো আর এগুলো দেখতে গিয়ে তাকে ফিরে যেতে হয় তার পূরনো দিনের কাজে সেখানে তাকে Training দিতে হবে নতুন পাইলট দের। শেষ পর্যন্ত বিপদ আরো বাড়তেই থাকলো হারাতে হচ্ছে পরিচিতদের কারন এসে গেছে যে হাইটেক রোবট গুলো আর এসেই হামলা। এখন দেখার বিষয় জেক কি পারবে তার নতুন পাইলট কে নিয়ে সমস্যার মুখোমুখি হতে নাকি ধ্বংস হবে পৃথিবী, বিস্তারিত জানতে মুভিটি দেখে নিতে পারেন।
1. Avengers Infinity War
মুভিটি মুক্তি পেয়েছে ২৩শে এপ্রিল ২০১৮ ইং তারিখে
পরিচালকঃ Anthony Russo, Joe Russo
বাজেটঃ ৩১৬ থেকে ৪০০ মিলিয়ন ডলার
বক্স অফিসঃ ১.৬৮৬ বিলিয়ন ডলার
এই মুভিটি দেখলে মনে হবে যেন সুপার হিরোর মেলা বসেছে।সকল Marvel সুপার হিরোকে এনে একত্রিত করা হয়েছে।
সুভি সারাংশঃ Thanos যে কিনা বের হয়েছে ছয়টি শক্তিশালী মনি খুজে বের করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে।Thanos মনে করে যে গ্রহ এবং উপগ্রহ গুলোতে বেশী জনসংখ্যা হয়ে গেছে যদি অর্ধেক মেরে ফেলা যায় তবে আরো সুন্দর করে সাজানো যাবে সব এবং এই কাজ করলে সবার উপকার হবে বলে মনে করে Thanos.
Thanos একের পর এক গ্রহ ধ্বংস করে চলেছে আর মনি সংগ্রহ করে চলেছে এদিকে বসে নেই Avengers রা তাদের সাথে যুক্ত হবে Gurdian Of Galaxy এর তারকারা , Doctor Strange, Spider Man, Black Panther আরো কিছু মুখ। তবে এত সুপার হিরো থাকার পরেও যেন Thanos কে কোন ভাবে থামানোর উপায় নেই। এদিকে Thanos নিজের মেয়ের আত্মার বিনিময়ে সংগ্রহ করে ফেলেছে শক্তিশালী একটি মনি। Thor এর জীবন বাচাতে গিয়ে দিয়ে দিয়েছে আরেকটি মনি Loki. অন্যদিকে Iron Man এর জীবনের বিনিময়ে লুফে নিয়েছে সময় মনি এভাবে সে একত্রিত করে ফেললো ৬টি মনি এবার যেন বাচার আর কোন পথ নেই Avengers দের তবুও শেষ পর্যন্ত কি হয় জানতে হলে অবশ্যই দেখতে হবে সম্পূর্ণ এই মুভিটি।
যদি মুভিটি ডাউনলোড করতে চান তবে নিচের লিংক দেখুন।
ডাউনলোড লিংক 677MB Best Print
তবে কি উপভোগ করুন মুভিগুলো।
আজকের মত বিদায়, দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
And thanks 4 nice idea @ Sabit Ahmad
দেখি ডাউনলোড দিয়ে।
স্ক্রিনশট এর সাথে একটা প্রিন্ট এর ও মিল নেই।
অরজিনিয়াল পোস্ট লিংক https://www.movietag.ga/2018/05/Top-3-Science-Fiction-Movies-Of-2018.html?m=1
আশা করি পরবর্তিতে এই ভুল করবেন না।
স্ক্রিনশট এর সাথে একটা প্রিন্ট এর ও মিল নেই।
অরজিনিয়াল পোস্ট movietag এ ছিলো।
আশা করি পরবর্তিতে এই ভুল করবেন না।
স্ক্রিনশট এর সাথে একটা প্রিন্ট এর ও মিল নেই।
অরজিনিয়াল পোস্ট movietag এ ছিলো।
আশা করি পরবর্তিতে এই ভুল করবেন না।
Ar unistall korle ki ar install kora jai na.
Uninstall korle ki USB Keyboard die sob kaj kora jabe?
Onek somoy dekha jai USB keyboard kaj kortese na jemon Windows install dewar somoy USB keyboard kaj kore nah. E khettre ki kono problem hobe?