“মোবাইলে সবাই shareit ব্যাবহার করে কিন্তু ডেক্সটপ/কিংবা ল্যাপটপ এ হয়ত অনকে shareit কিভাবে ব্যাবহার করতে হয়ে জানে না।তাদের জন্যই আজকের এই পোষ্ট”
আসসালামু আলাইকুম।বন্ধুরা সকলে কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভাল আছি আমি যতসব আজাইরা পোষ্ট করি তেমনি আজও এমন এক আজাইরা পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আশা করি আপনাদের আমার আজাইরা পোষ্ট ভাল লাগবে।হাহাহহাহা।
মূল কথাঃ shareit মোবাইলে অনেকে ব্যাবহার করে থাকেন যারা ডেক্সটপ এ ব্যাবহার করতে চান তাদের জন্য দরকার পরবে এই সফটওয়্যারটি।
প্রয়োজনীয় কথাঃ ল্যাপটপ এ ব্যবহার এর জন্য তেমন কোন ঝুট ঝামেলা নেই বললেই চলে । আর ডেক্সটপ এর জন্য প্রয়োজন পড়বে একটি wifi dongel যা বাজার থেকে ৪ কি ৫ শত টাকার মধ্যে পেয়ে যাবেন।
কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাওয়া যাক। সর্বপ্রথম ডাউনলোড লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে নিন।
ইন্সল করা একেবারেই সহজ তাই ইন্সল প্রক্রিয়া দেখালাম না।
বাকি কিছু বলার প্রয়োজন মনে করছি না ।আশা করি সব ঠিক মত করতে পারবেন্।ও হ্যা যদি ভাল লাগে অবশ্যই কমেন্ট কিংবা ম্যাসেজ এর মাধ্যমে জানাবেন।
আপনার কমেন্ট কিংবা ভালবাসা আমাকে নতুন কাজ করতে সহয়োগীতা করবে।
রাহাত খান।
ফেইসবুক এ আমি : fb.com/rahat46
কখনও পুরাতন ভার্সন ভালো কাজ করবে না নতুন থেকে।
হ্যা যদি সেখানে র্যাম অথবা ইউজিং পারফর্ম আনা হয় তাহলে অন্য কথা।
ধন্যবাদ। আমিও একটা ব্যবহার করি বাট ওইটার ভার্সন মনে নাই