আসসালামু আলাইকুম সালাম
আশা করি সবাই ভালো আছেন।
আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি।
আজকে আপনাদের একটা অ্যানড্রোয়েড অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপসটি থেকে আপনে লাইভ এবং স্থির ২ ধরনের ওয়ালপেপার খুজে পাবেন।
আর এই অ্যাপসটিতে ইচ্ছে করলে আপনে আপনার শখের তুলা ছবি গুলো আপলোড দিতে পারেন।
তো চলুন কাজে চলে যাই কাজে অগ্রসর হই।
Let’s Go
আপনাকে প্রথমে অ্যাপলিকেশনটি ইনস্টল করতে হবে।
install হয়ে গেলে সব স্ক্রিনশর্ট ফলো করেন।
open application
ডাউনলোড করার জন্য যেকোনো একটি ছবির উপর টেব করুন করেন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেন ↓↓
এখন ডাউনলোড করার কাজ শেষ এখন কথা হলো কিভাবে আপনে আপনার নিজের তুলা ছবি আপলোড দেবেন। আর আপলোড দেয়ার জন্য কোনো অ্যাকাউন্টের প্রোয়োজন হয়না।নিছে দেয়া স্ক্রিনশর্ট গুলো ফলো করেন↓↓↓
1st
এখনে আপনে ছবুর নাম ইত্যাদি দিতে পারেন।
হয়ে গেলো আপনার আপলোড।
আর এভাবে নিজে আপলোড এবং ডাউনলোড ২টা² করতে পারবেন।
বন্ধুরা পোস্টি দিয়ে যদি আপনাদের কোনো উপকার তাহলে আমি মনে করব আমি সার্থক।
সবা²কে ধন্যবাদ পোস্টি পড়ার জন্য।
আল্লাহ হাফেজ
আসলে অন্যকে ভুল ধরলে নিজেরই ভুল হয়।?