আজকে কথা বলব ফটবল ইতিহাসের দামি ৫টি ট্রান্সফার নিয়ে। ১.নেইমার জুনিয়র : ২০১৭ সালে বার্সেলোনা থেকে পি.এস.জি তে পাড়ি জমান নেইমার। নেইমার এর এই ট্রান্সফার এর বিনিময়ে পি.এস.জিকে গুনতে হয়েছে ২২২মিলিয়ন ইউরো । ২.ফিলিপো কৌতিনহৌ : নেইমার বার্সা থেকে যারার পর লিভারপুল থেকে বার্সায় আসেন কৌতিনহো। কৌতিনহোর জন্য বার্সাকে গুনতে হয়েছে ১২০মিলিয়ন ইউরো।৩.ওসমান ডেম্বেলে : নেইমার যাবার পর কৌতিনহোর সাথে ওসমান ডেম্বেলেকেও দলে ভেড়ায় বার্সা। আর এজন্য বার্সাকে গুনতে হয়েছে ১০৫মিলিয়ন ইউরো। ৪.পল পগবা : ২০১৬ সালে জুভেন্টাস দিয়ে ম্যানইউতে আসেন পল পগবা। আর এজন্য ম্যানইউকে গুনতে হয়েছে ১০৫মিলিয়ন ইউরো। ৫. গ্যারেথ বেল : গ্যারেথ বেল ( দি সাইলেন্ট কিলার অফ ফুটবল) । ২০১৩ সালে টটেনহাম দিয়ে রিয়ালে আসেন গ্যারেথ বেল।এজন্য রিয়ালকে গুনতে হয়েছিল ১০০ মিলিয়ন ইউরো। সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন। ধন্যবাদ
Share:
8 thoughts on "ফুটবল দুনিয়ার দামি ৫টি ট্রান্সফার"