এখোন website এর প্রায় পেজে এই গুগোল এর রিক্যেপচা দেখা যায় ৷
বার বার এই গুগোল ক্যেপচা ভেরিফাই করতে প্রচুর সময় নষ্ট হয় ৷ তাছাড়াও এটা/ঐ পেজটি বলতে গেলে ডাকাতের মতো এমবি খরচ হয় ৷অন্যদিকে সঠিক টা করার পরও মাঝে মাঝে (please try again দেখায় ) একবারে বিরক্তিকর একটা বিষয় ৷
শুরুতেই কিছু গুরুত্বপুর্ন তথ্য :-
google ক্যেপচা মুলোত তিন সেকেন্ড সময় নেয়(ঐ যে গোল সার্কেল টা ঘোরার সময়) ৷ এই তিন সেকেন্ডেই ন্যেনো প্রযূক্তির মাধ্যেমে আপনার (ip+location+visiting time+ your mobile wifi muss address etc.) নিয়ে থাকে ৷ যদি তাদের কাছে মনে হয় আপনি রোবট না তাহলে ওটোমেটিক টিক চিহ্ন হয়ে যাবে ৷ আর যদি মনো হয় রোবট তাহলে বিভিন্ন ইমেজ সো করে আপনাকে ভেরিফাই করতে বলে ৷ যদিও এ ঘটনাটিই সচরাচর হয়ে থাকে৷ আমরা এখানেই ঐ তিন সেকেন্ডের ভিতরে কনো real ip address + real location +real wofi mass চেন্জ করবো অথ্যাৎ যেগুলো আইপি গুগোল সাপর্ট করে সেগুলই সো করাব ৷তাও আবার কনো vpn ,হাবি-যাবি ছাড়াই
কিছু প্রশ্ন :-
No.1. ভাই ,এটা তো পিসি দিয়ে করা যায় মোবাইল দিয়ে কী আদও এটা সম্ভব ?
উত্তর :হ্যা সম্ভব ৷ আপনাকে google ক্যেপচা সম্পর্কে একটু ধারনা নিলেই ওটোমেটিক বুঝবেন এটা আসলেই খুব সহজ ৷
No.2:ভাই এভাবে তো ওনলাইন আর্নিং সাইট গুলোতে (যেগুলো ক্যেপচা সলভ করলে টাকা দিয়ে থাকে) এটা কাজ করবে ?
উত্তর :-ট্রাই করতে পারেন ভাই হলে হতেও পারে ৷
No.3:ভাই , Google ক্যাপচা যদি আপডেট হয় তবুও কী এটি কাজ করবে ?
উত্তর :– হ্যা ,অবশ্যেই করবে ৷ কেন না google ক্যেপচা ip+your visit time নেয় ৷ তবে তেমন টা নাও হতে পারে ৷
আসি কাজের কথায় :
ওহ হ্য যেটির কথা বলছিলাম সেটি হলো একটি Crome extenshion :
extenshion Name:I am not robot crome extenshion
Download link ” I am not robot crome extenshion “
ক্লিক Add To Crome ৷
যাস্ট এনাপ ৷ কাজ সেশ ৷ ওটোমেটিক google ক্যেপচা পেজগুলোকে কাউন্ট করে আপনা আপনিই সল্ভ করে দিবে ৷
কীভাবে কাজ করে এটি?:-এটি মূলত যে সকল পেজে google ক্যেপচা লিংক দেয়া আছে সেই পেজটিতে (যেগুলো আইপি গুগোল ভাবে নেয় যে এটি মানুষ ব্যেবহার করে) ওই ip set করে দেয় খুব অল্প সময়ে ৷ যার ফলে গুগোল টিক টিহ্ন বসিয়ে দেয়৷
লাইক কম্মেন্ট করতে ভুলবেন না কিন্তু !!
Unfortunately browser has stopped দেখায় সুদু
কেউ কেউ বলতেসে নাকি কাজ হয় না… ?