আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
এই প্রবলেম টা যারা এখনো ফিক্স করতে পারেননি কিংবা এই প্রবলেম টা ফেস করতেছেন তাদের জন্য আজকের এই পোস্টটি । কিভাবে এই ১৫০ এমবি ফাইল বাইপাস করবেন:
[Tested Iphone x]
প্রথমে মোবাইল এর সেটিং (Settings) এ যাবেন , তারপর General>Date & Time এ যাবেন, তারপর Toggle (Set Automatically) এটা অফ করে দিয়ে Date টা চেঞ্জ করে নিবেন, যেমন ধরুন আজকে 25 তারিখ, তাহলে আপনি 22 তারিখ অথবা 2020 সাল দিবেন। Current date তিন থেকে চার দিন পিছনে অথবা 1-2 বছর সামনে Date টা সেট করে নিবেন। কাজ শেষ। তারপরে অ্যাপ স্টোরে গিয়ে ১৫০ এমবি এর উপরে অ্যাপস বা ডাটা ডাউনলোড বা আপডেট করে নিতে পারবেন।
না বুঝলে নিচের স্ক্রিনশট গুলি ফলো করুন:
[বি:দ্ভ্র: ডাউনলোড বা আপডেট শেষ হয়ে গেলে আবার আগের মত সেটিংস করে নিবেন]
ধন্যবাদ।
Android 90%
iphone 5%
Java 5%