আসসালামু আলাইকুম।
আশা করি ভালো আছেন।
.
আজকের বিষয়টি হচ্ছে ::;আপনি কিভাবে আপনার বিকাশ সিম ছাড়া বিকাশ অ্যাপ দিয়ে লগিন করবেন এবং লেনদেন করবেন।এটা নতুন আপডেট।
• মনে করুন “”আপনি আপনার বিকাশ সিমটি বাসায় রেখে কোনো এক স্থানে আছেন। এবং এখানে কিছু টাকার প্রয়োজন। আপনার বিকাশে আছে টাকা এখন সেই টাকা কিভাবে তুলবেন কারন সিম তো আপনার কাছে নেই।””
• তো এটি করতে আপনার বিকাশ সিম টি চালু রাখতে হবে।কারন সেই সিমে একটি মেসেজ যাবে এবং সেটি আপনার কাছে ফরওয়ার্ড করে দিতে হবে ৩০ সেকেন্ডের মধ্যে।।
• অনেকে বলেন যে আমি old পোষ্ট করি।আমিও বলতেছি যে হ্যা, আমি পোষ্ট করার আগে ট্রিকবিডিতে এ নিয়ে পোষ্ট আআছে কিনা তা নিয়ে বেশি একটা খুঁজাখুঁজি করি না।।।।।
• তো সেকারনে আমি দু:খিত।এর পর থেকে আর এরকম হবে না।ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আপনার বিকাশ নাম্বার দিন।
• এর পর আপনার সিমে তারা একটি কোড পাঠাবে। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে।
• কিভাবে কোড দিবেন এখানে তো কোড লিখার কোনো সিস্টেম নেই।আর সিম তো আপনার কাছে নেই।
• এই প্রশ্নের উত্তর হচ্ছে::;
• যেহেতু সিম আপনার কাছে নেই, সেহেতু আপনার সিমটি অন্য কারো ফোনে চালু করান এবং তাকে বলুন যে বিকাশ থেকে কোনো মেসেজ আসলে সেটা যেন খুব দ্রুত বা ৩০ সেকেন্ড এর মধ্যে আপনার কাছে পাঠিয়ে দেয়।
এখানে পাসওয়ার্ড দিন।
দেখুন লগিন হয়ে গেছে।
•
ফেসবুকে আমি Md Samiul Islam.
প্রয়োজনের পাশে |
ফ্রি ফেসবুকে আমি। |
---|---|
একটি লাইক দিবেন এবং |
একটি ভালো কমেন্ট করবেন |
Thank You.(ধন্যবাদ)
asa kori ans diben